বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ।। ১০ বৈশাখ ১৪৩২ ।। ২৫ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
সংকটের একমাত্র সমাধান রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন: প্রধান উপদেষ্টা  প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ ভারতের ওয়াকফ বিল বাতিলে ঐক্যবদ্ধ হতে হবে: আমিরে মজলিস ভারতীয় দূতাবাস অভিমুখে বাংলাদেশ খেলাফত মজলিসের গণমিছিল আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় আল্লামা সুলতান যওক এক টেবিলে ইসলামি দলগুলোর শীর্ষ নেতারা, ফেসবুকে উচ্ছ্বাস সমমনাদের নিয়ে ইসলামী আন্দোলনের সংলাপ মনের ইচ্ছা পূরণের উপায়: ইসলামের নির্দেশনা মাত্র ১৩ মাসে হাফেজ জিহাদ, বেফাক হিফজ পরীক্ষায় সারাদেশে দ্বিতীয় হুথি বাহিনীর নতুন অভিযান, আমেরিকান বাহিনীর বিরুদ্ধে ট্রাম্পের হুমকি

রাজনৈতিক দলগুলোর মতের ভিত্তিতেই নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

abul-mal-abdul-muhit copyঅাওয়ার ইসলাম: অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন। এতে সরকারের কোন হস্তক্ষেপ থাকবে না।

তিনি আজ বুধবার দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন,‘আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে সকলের অংশগ্রহনে হয় আমরা সেটাই চাই। তিনি বলেন, নির্বাচন কমিশনার নিয়োগ দেয়ার সাংবিধানিক দায়িত্ব রাষ্ট্রপতির। নির্বাচন কমিশনার নিয়োগের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতি আলোচনা করছেন।

অপর এক প্রশ্নের জবাবে মুহিত বলেন, জাল টাকা প্রতিরোধে ভারত সরকার তাদের বড় নোট বাতিল করলেও বাংলাদেশ সরকার এ ধরনের উদ্যোগ গ্রহণের কথা এখনও ভাবছে না। বাংলাদেশের অর্থনীতি অনেক শক্তিশালী বলে তিনি উল্লেখ করেন।
যারা ৫ জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস বলে তাদেরকে পাগলের সাথে তুলনা করে অর্থ মন্ত্রী বলেন, আগামীকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দেশের জনগন গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে।

নাল্লাপাড়া বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপত্তিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী বিদ্যালয়ের শিক্ষার্থীদের শরীর চর্চা ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে যোগ দেন।

ডিএস


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ