সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

মসজিদে হচ্ছে জার্মানির ঐতিহাসিক রেল স্টেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

germani_mosqueজার্মানির দাতব্য এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সহযোগিতায় লুশু শহরের মুসলিম নাগরিকগণ সেদেশের ঐতিহাসিক রেল স্টেশনকে মসজিদে রূপান্তর করতে যাচ্ছে। -ইকনা

মাহের মুহান্দেস নামের এক ব্যক্তি এই পরিকল্পনা করেছেন এবং তিনি এই মসজিদের ইমামতি করবেন।

এ বিষয়ে তিনি বলেন, বর্তমানে যে মসজিদটি রয়েছে সেখানে জুমার নামাজের জন্য ১০০ জন মুসল্লির জায়গা হবে। কিন্তু জার্মানে মুসলিম শরণার্থীদের জন্য সংখ্যালঘু মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এজন্য এই মসজিদে সকল মুসল্লিদের স্থান হচ্ছে না। এছাড়াও অন্যান্য শহরের মুসলমানের নামাজের জন্য এই মসজিদের আসেন।

তিনি বলেন, নতুন মসজিদে নারীদের জন্য পৃথক স্থান বরাদ্দ করার জন্য কথা চলছে।

১৯৯১ সাল থেকে নাক কান ও গলা বিশেষজ্ঞ ডাক্তার মাহের মুহান্দেস এই এলাকায় বসবাস করছেন। বর্তমানে তার বয়স ৬২। তিনি বলেন, মুসলমানেরা পাঁচ ওয়াক্ত নামাজ যেভাবে আদায় করুক না কেন যথেষ্ট কিন্তু মসজিদে জামায়াত আদায় করা উত্তম।

মুহান্দিস আরও বলেন, এই মসজিদটি বেশ কয়েক জন দাতার অর্থায়নে নির্মাণ করা হবে। মসজিদটি নির্মাণের জন্য প্রত্যেক ব্যক্তিই তার সমর্থ অনুযায়ী সাহায্য করতে পারবে। কেউ কেউ অর্থ দিয়ে এবং কেউ কেউ ভবন নির্মাণের কাজে সাহায্য করবে।

তিনি গুরুত্বারোপ করে বলেন, আগামী রমজান মাসের আগেই মসজিদটি নির্মাণ করা হবে।

উল্লেখ্য সুরা নামে প্রসিদ্ধ জার্মানিতে মুসলিম ন্যাশনাল কাউন্সিলের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে লোয়ার স্যাক্সনি অঞ্চলে ১৮০টি মসজিদ রয়েছে।

আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ