রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে সহজ, বোধগম্য ও আকর্ষণীয় করে তুলে ধরতে ‘সিরাহ মিউজিয়াম’ চালুর উদ্যোগ নিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক ও হাসানাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান আজহারী।
রোববার (২০ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে আজহারী সিরাহ মিউজিয়াম কী, কীভাবে কাজ করবে এবং কখন থেকে শুরু হবে তার আদ্যোপান্ত তুলে ধরেন। আজহারীর পোস্টটি এখানে হুবহু তুলে ধরা হলো।
আলহামদুলিল্লাহ, শিক্ষাখাতে উন্নয়ন ও গবেষণায় নিবেদিত অলাভজনক প্রতিষ্ঠান— হাসানাহ ফাউন্ডেশন সম্প্রতি যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠার মাত্র অল্প সময়ের মধ্যে আপনাদের আন্তরিক সমর্থন ও ভালোবাসা ফাউন্ডেশনের দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে। আর সেই দায়বদ্ধতা থেকেই হাসানাহ ফাউন্ডেশন দ্রুততম সময়ের মধ্যে পূর্বঘোষিত প্রজেক্ট— ‘সিরাহ মিউজিয়াম’ চালু করবার উদ্যোগ গ্রহণ করেছে।
সিরাহ মিউজিয়াম কী?
সিরাহ মিউজিয়াম এমন একটি প্রজেক্ট, যেখানে রাসূল (স.)-এর জীবনীকে সহজ, বোধগম্য ও আকর্ষণীয় করে তুলে ধরতে ভৌত মডেল ও ভিজুয়্যাল উপকরণের সাহায্যে উপস্থাপন করা হবে। আমাদের প্রস্তাবিত মিউজিয়ামে ছোট-বড় কয়েকটি স্কেল মডেল থাকবে। মক্কা-মদীনা, বদর ও উহুদের প্রান্তর-সহ নবিজির স্মৃতি-বিজড়িত ও ঐতিহাসিভাবে গুরুত্বপূর্ণ সকল স্থান বা স্থাপনার স্কেল মডেল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। সেই সাথে সিরাতকে তুলে ধরা হবে ডিজিটাল কনটেন্ট-এর মাধ্যমে। এ ছাড়াও মিউজিয়ামে সংরক্ষণ করা হবে সিরাহ সম্পর্কিত দেশি-বিদেশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বই ও গবেষণাপত্র।
সিরাহ মিউজিয়াম কেন?
বইপত্রের মাধ্যমে আমরা সাধারণত ইতিহাস জেনে থাকি। তবে, পুঁথিগত বিদ্যার পাশাপাশি বাস্তবিক অভিজ্ঞতা আমাদের জানার পরিধিকে পূর্ণতা দেয়। ধরা যাক, ২০ ফিট বাই ২০ ফিট একটি মডেল— যেখানে বায়তুল্লাহ, মাতাফ, সাফা, মারওয়া, জাবালে উমার, আবু কুবাইস পাহাড়-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। আপনি ঘুরে ঘুরে দেখছেন সেসব। আর হারিয়ে যাচ্ছেন নবিজির সে-সময়টাতে। কিংবা আপনার আদরের সোনামণির হাত ধরে তাকে একটা একটা করে মডেল দেখাচ্ছেন আর বিভিন্ন স্থাপনার নাম বলছেন। কী অসাধারণ এক অভিজ্ঞতা!
আপনাদের কাছে কী চাই?
নতুন প্রকল্প লঞ্চ করবার প্রারম্ভিক মুহূর্তে আপনাদের সকলের কাছে আমরা আন্তরিক দুআপ্রত্যাশী। আল্লাহ তাআলা যেন আমাদের এ-প্রচেষ্টাকে সফল করেন। পাশাপাশি আরও চাওয়া হচ্ছে— সিরাহ মিউজিয়ামের জন্য একটি জায়গার খোঁজ। আমরা এমন একটি প্লেস খুঁজছি, যেখানে—
১. জায়গার পরিমাণ হবে ৫০০০ থেকে ৬০০০ স্কয়ার-ফিট। পুরো স্পেসটা এক ফ্লোরের মধ্যে হলেই বেটার।
২. ফ্লোরটির থাম বা পিলারগুলোর মাঝে মিনিমাম ২৪ স্কয়ার ফিটের ক্লিয়ার ডিসট্যান্স থাকতে হবে।
৩. লোকেশন হিসেবে আমরা আগারগাঁও থেকে শাহবাগ (মেট্রোরেল স্টেশন থেকে ম্যাক্সিমাম ২০-২৫ টাকা রিক্সাভাড়া হতে পারে) এরিয়াকে অগ্রাধিকারের তালিকায় রাখছি।
৪. মিউজিয়ামের সামনে মিনিমাম ১০০ ফিট রোড থাকা চাই, যেখানে পার্কিং সুবিধা থাকবে।
যদি কোনো শুভাকাঙ্ক্ষীর কাছে উপরে বর্ণিত শর্তাবলী পূরণ করে— এমন কোনো জায়গার সন্ধান থেকে থাকে, তা হলে আমাদেরকে অবহিত করে মহতী এ-উদ্যোগে সহযোগিতা করবার জন্য বিনীত অনুরোধ রইল।
যোগাযোগের মাধ্যম—
ইমেইল: seerah@hasanahfoundation.com
ফোন: 01336633133