সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬


পশ্চিমতীরে ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

filistini-sisuদখলকৃত পশ্চিমতীরে ইসরাইলি সেনা সদস্যরা এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে।  সৈন্যদের ছোড়া গুলিতে গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার নিহত ওই ফিলিস্তিনির নাম মাহমুদ হাত্তাব (১৪)।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ বিষয়ে অবশ্য বিস্তারিত কিছু জানায়নি। তবে জেলাজোন ফিলিস্তিনি শরণার্থী শিবিরের কাছে এ ঘটনা ঘটে বলে জানায় কর্তৃপক্ষ।

অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, ফিলিস্তিনিদের পেট্রলবোমা ছুড়ে মারার ঘটনায় গুলি চালায় সেনা সদস্যরা।

তবে এ ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না সে বিষয়ে তিনি কিছু জানাননি।

আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ