শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭

শিরোনাম :
মাওয়া এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে বাসের ভেতরে মোটরসাইকেল, নিহত ২ রাজধানীতে ভয়াবহ গ্যাস সংকট, কেন ঢাকার বহু এলাকায় গ্যাস নেই? আগামী নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: ফাওজুল কবির খান স্বপ্নেই চিনেছিলেন সন্তানের কবর, ডিএনএ মিলল সেই গাছের নিচেই ভারতে এবার পশু চুরির অপবাদে মুসলিম ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন’ কর্মশালা অনুষ্ঠিত হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর একপক্ষীয় নির্বাচনের শঙ্কা দেখা দিয়েছে: পীর সাহেব চরমোনাই সিরাজগঞ্জে রেললাইনে কাঠ দিয়ে জোড়াতালি আইনুল হক কাসিমীসহ গ্রেপ্তার আলেমদের অবিলম্বে মুক্তি দাবি

আরব বিশ্বের সম্মিলিত প্রচেষ্টায় ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা সহজ হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hasina 20প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোমবার (০৩ এপ্রিল) গণভবনে ফিলিস্তিনের সাবেক ভাইস প্রধানমন্ত্রী ও ফাতাহ সেন্ট্রাল কমিটির সদস্য আজম এন এম আলাহমাদ সৌজন্য সাক্ষাত করেন।

সাক্ষাতে তিনি বলেন, সমগ্র আরব বিশ্ব একত্রে চাইলে ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা সহজতর হবে।

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে সফরত ফিলিস্তিনির প্রতিনিধি দলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ফিলিস্তিনের জনগণ বাংলাদেশের মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। বঙ্গবন্ধু সব সময় ফিলিস্তিনকে সমর্থন দিয়ে গেছেনও বলে উল্লেখ করেন তিনি।

এ সময় ফিলিস্তিনের লিজেন্ড সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত, বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তী দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা এবং তুরস্কের সাবেক প্রেসিডেন্ট সোলাইমান দেমিরেলের বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।

আজম এন এম আলাহমাদ ফিলিস্তিনের শান্তি প্রক্রিয়ার বর্তমান অবস্থা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কাছে। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজম বলেন, বঙ্গবন্ধু আর্ন্তজাতিক নেতাদের প্রতী। তিনি ফিলিস্তিন ও বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সর্ম্পক স্থাপন করে গেছেন।

দুই দেশের সর্ম্পকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেন আজম। ফিলিস্তিনকে বাংলাদেশ অব্যাহতভাবে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদও জানান তিনি। ফিলিস্তিনের প্রেসিডেন্টের শুভেচ্ছা প্রধানমন্ত্রীকে পৌঁছে দেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করে আজম এন এম আলাহমাদ বলেন, স্বল্প সময়ে বাংলাদেশে বদলে গেছে।
সাক্ষাতকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফিলিস্তিনের সাবেক মন্ত্রী ইন্তিসার এম এম আলওয়জির ও ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসেফ রামাদান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ