শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭

শিরোনাম :
মাওয়া এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে বাসের ভেতরে মোটরসাইকেল, নিহত ২ রাজধানীতে ভয়াবহ গ্যাস সংকট, কেন ঢাকার বহু এলাকায় গ্যাস নেই? আগামী নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: ফাওজুল কবির খান স্বপ্নেই চিনেছিলেন সন্তানের কবর, ডিএনএ মিলল সেই গাছের নিচেই ভারতে এবার পশু চুরির অপবাদে মুসলিম ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন’ কর্মশালা অনুষ্ঠিত হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর একপক্ষীয় নির্বাচনের শঙ্কা দেখা দিয়েছে: পীর সাহেব চরমোনাই সিরাজগঞ্জে রেললাইনে কাঠ দিয়ে জোড়াতালি আইনুল হক কাসিমীসহ গ্রেপ্তার আলেমদের অবিলম্বে মুক্তি দাবি

রডের বদলে বাশেঁর পর এবার বালুর বদলে মাটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রডের পরিবর্তে বাঁশ দিয়ে ভবন নির্মাণের ঘটনায় সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছিল বেশ কয়েকদিন আগে। সম্প্রতি এ রকম বেশ ক’টি ঘটনা প্রকাশ হওয়ার পর সারাদেশে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম হয়েছিল।

সবগুলো ঘটনাই ঘটেছিল বিভিন্ন সরকারি স্থাপনায়। এবার পাওয়া গেল বালুর পরিবর্তে মাটি দিয়ে ভবন নির্মাণের খবর।

ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জে। কালীগঞ্জে উপজেলা পরিষদের নতুন ভবন নির্মাণে বালুর পরিবর্তে ব্যাবহার  করা হয়েছে মাটি। শ্রমিকরা বলেছেন, বালু না দিয়ে কেন মাটি ফেলা হচ্ছে তা তার জানেন না। কাজ কীভাবে করতে হবে তা ঠিকাদারই জানেন।

গতকাল সোমবার (৩ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে অনিয়ম দেখে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ও ঠিকাদারের লোকজনকে ডেকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাদেকুর রহমান বলেন, ‘পাঁচ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদের নতুন ভবন নির্মাণের কাজ চলছে। সেখানে কনফারেন্স কক্ষের বারান্দা নির্মাণের আগে জায়গাটি বালুর পরিবর্তে মাটি দিয়ে ভরাট করার অভিযোগ ওঠে।’ এরপর সোমবার সকালে তিনি সরেজমিন কাজের অনিয়ম দেখে উপজেলার দায়িত্বপ্রাপ্ত সহকারী ইঞ্জিনিয়ার সুজিত কুমার ও ঠিকদারের লোকজনকে দপ্তরে ডেকে এনে মাটি না সরানো পর্যন্ত কাজটি বন্ধ রাখার নির্দেশ দেন। কাজের নকশা অনুয়ায়ী বালুর পরিবর্তে কেন মাটি দেওয়া হচ্ছে তার জবাবসহ অন্যান্য ব্যবহৃত সামগ্রী বুঝে নিতে ইঞ্জিনিয়ার অফিসকে দায়িত্ব দেন তিনি।

কালীগঞ্জ উপজেলা সহকারী ইঞ্জিনিয়ার সুজিত কুমার বিশ্বাস জানান, যশোরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটি নির্মাণের কাজ করছে। তিনি বলেন, ‘পরিষদের কনফারেন্স কক্ষ ভবনের কাজে মেঝেতে সাড়ে তিন ফুট বালু দিয়ে তার ওপর ঢালাই দেওয়ার কথা। কিন্তু ঠিকাদারের লোকজন বালুর পরিবর্তে মাটি দিয়ে মেঝে ভরাট করছিল। তাদের নিষেধ করা হলেও তারা তা শুনেনি। পরে খবর পেয়ে ইউএনও ঠিকাদারকে মাটি তুলে নেওয়ার  নির্দেশ দেন।’

সোমবার নির্মাণাধীন ভবনে গিয়ে মেঝেতে মাটি ফেলা দেখা যায়। তবে সেখানে সংশ্লিষ্ট ঠিকাদারকে পাওয়া যায়নি। ঠিকাদারের নিয়োজিত শ্রমিকরা জানান, মাটি কেন ফেলা হচ্ছে তা তারা জানেন না। কীভাবে কাজ করতে হবে তা ঠিকাদারই জানেন। এক শ্রমিক বলেন, ‘মেঝেতে মাটি ফেলা মনে হয় ভুলই হয়ে গেছে।’

ঠিকাদারের মোবাইলে ফোন নাম্বার কেউ দিতে পারেননি। কাজের সার্বিক দায়িত্বে মধু নামের এক ঠিকাদার রয়েছেন বলে জানিয়েছেন অনেকেই।

গত বছরের মাঝামাঝি এবং শেষের দিকে চুয়াডাঙ্গার দর্শনায় প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন একটি অফিস কাম ল্যাবরেটরি ভবন নির্মাণে এবং রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের লিফটের পাশের কাঠামো নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া, দেশের বিভিন্ন সরকারি বিদ্যালয়েও রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের প্রমাণ গেছে। এ নিয়ে সারাদেশে তখন ব্যাপক সমালোচনায় সৃষ্টি হয়।

 

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ