শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭

শিরোনাম :
মাওয়া এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে বাসের ভেতরে মোটরসাইকেল, নিহত ২ রাজধানীতে ভয়াবহ গ্যাস সংকট, কেন ঢাকার বহু এলাকায় গ্যাস নেই? আগামী নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: ফাওজুল কবির খান স্বপ্নেই চিনেছিলেন সন্তানের কবর, ডিএনএ মিলল সেই গাছের নিচেই ভারতে এবার পশু চুরির অপবাদে মুসলিম ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন’ কর্মশালা অনুষ্ঠিত হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর একপক্ষীয় নির্বাচনের শঙ্কা দেখা দিয়েছে: পীর সাহেব চরমোনাই সিরাজগঞ্জে রেললাইনে কাঠ দিয়ে জোড়াতালি আইনুল হক কাসিমীসহ গ্রেপ্তার আলেমদের অবিলম্বে মুক্তি দাবি

ছাত্র সমাজকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: মুহাম্মদ মুনতাসির আলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমদাদ ফয়েজী : ছাত্র সমাজ আজ দিকভ্রান্ত! সঠিক নির্দেশনা ও গাইড লাইন না পাওয়ার কারনে ছাত্ররা আজ অনৈতিকতার দিকে ধাবিত হচ্ছে। আকাশ সংস্কৃতি ও ইন্টারনেটের বদৌলতে ছাত্ররা নানা অপকর্মে লিপ্ত হচ্ছে। তাদের নৈতিকতা শিক্ষার সব পথ রুদ্ধ করে দেয়া হচ্ছে। ছাত্রদের হাতে শিক্ষা সামগ্রীর পরিবর্তে অস্ত্র তুলে দেয়া হচ্ছে। তাদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহার করা হচ্ছে। কোমলমতি ছাত্রদের অবিভাবকগণ তাদের সন্তানদের জীবন নিয়ে উদ্বিগ্ন।

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ওসমানীনগর উপজেলা শাখার ব্যবস্থাপনায় গতকাল বিকাল সাড়ে ৫ টায় স্থানীয় কলারাই বাজারে (১৯ মাইল)   গরীব ও মেধাবী ছাত্রদের মাঝে নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জননেতা মুহাম্মদ মুনতাসির আলী প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

তিনি তাঁর বক্তব্যে ছাত্র মজলিস সম্পর্কে বিভিন্ন স্মৃতিচারণ ও আন্দোলন সংগ্রামের অতীত তুলে ধরেন। এ অবস্থার পরিবর্তন করতে ছাত্র মজলিস আপনাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। ছাত্র মজলিস একটি স্বতন্ত্র আদর্শ শিক্ষা প্রতিষ্টান। এখানে ছাত্রদেরকে আদর্শ নাগরিক আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার সর্বাত্বক প্রচেষ্টা চালানো হয়। এখানে হল দখলের ষড়যন্ত্র নেই, টেন্ডারবাজি নেই, অস্ত্রের ঝনঝনানি নেই। ছাত্র মজলিস সন্ত্রাসে বিশ্বাস করে না। ছাত্র মজলিস একটি আদর্শ কাফেলা।

উপজেলা দক্ষিন শাখার সভাপতি মোজাক্কির আহমদ নাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় শুরুতে কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেন নাঈমুল ইসলাম, ইসলামী সঙ্গীত পরিবেশন করেন সালেহ আহমদ।

অনুষ্টানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ছাত্র মজলিস পশ্চিম জেলা সভাপতি সৈয়দ আদনান জাবির, সেক্রেটারী জাকির হোসেন সাঈদ, জেলা খেলাফত মজলিসের সমাজকল্যান সম্পাদক হাফিজ ছইদুর রহমান চৌধুরী, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা শুয়াইব আহমদ, ছাত্র মজলিসের সাবেক থানা সভাপতি মাওলানা মুফতি মিনহাজ উদ্দীন মিলাদ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ছাত্র মজলিসের সদস্য মুজ্জাম্মিল হক, সাবেক সহযোগী সদস্য হাফিজ মাওলানা আফজাল হোসাইন, মাওলানা শাহিনুল হক।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ