সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
মাওলানা গোলাম মুহাম্মদ বুস্তানবী রহ. যেন একটি প্রতিষ্ঠান শাপলা গণহত্যার দ্রুত বিচার নিশ্চিতের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ধর্ম উপদেষ্টার সঙ্গে হাইআতুল উলয়ার প্রতিনিধি দলের সাক্ষাৎ লাল কেল্লার মালিকানা চেয়ে মোগল সম্রাটের ‘বংশধরের’ দাবি খারিজ ‘জুলাই অভ্যুত্থানের সেনানীদের ভীত-সন্ত্রস্ত করার হীন অপচেষ্টা রুখে দিতে হবে’ শাপলায় শহীদদের স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশের দাবি ভারত-পাকিস্তান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক আজ ৫ই মে ঐতিহাসিক গণহত্যা দিবস: আমাদের চোখ খুলবে কবে? স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ ‘২৫ মার্চের কালরাতকেও হার মানিয়েছে শাপলা চত্বরের গণহত্যা’

সৌদি আরবে সেনা প্রেরণ : প্রতিরক্ষামন্ত্রীকে পাক সিনেটে তলব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে সেনা পাঠানোর বিষয়ে জানতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খুররম দস্তগীর খানকে সিনেটে তলব করা হয়েছে। সোমবার তাকে পাক সংসদের উচ্চকক্ষে হাজির হতে হবে। সিনেট চেয়ারম্যান রাজা রব্বানি প্রতিরক্ষামন্ত্রীকে এই নির্দেশ দেন।

শুক্রবার সিনেটর ফরহাতুল্লাহ বাবর সৌদি আরবে সেনা পাঠানোর বিষয়টিকে জনগুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে তুললে চেয়ারম্যান রাজা রব্বানি পাক প্রতিরক্ষামন্ত্রীর প্রতি এ নির্দেশ জারি করেন। সেনা পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত মুলতবি করার জন্যও বাবর নোটিশ দিয়েছেন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর বৃহস্পতিবার সৌদি আরবে সেনা পাঠানোর কথা ঘোষণা করে। ফরহাতুল্লাহ বাবর জানান, সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও ইসলামাবাদে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের মধ্যে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে জেনারেল বাজওয়া তিনবার সৌদি আরব সফর করেন এবং গত দুই মাসে তিনি দু বার সৌদি সফরে যান। গোপন এসব সফরের সময় তিনি সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন।

পাকিস্তান থেকে কত সেনা পাঠানো হবে তা না জানা না গেলেও খবর বের হয়েছে যে, এক ডিভিশনের কিছু কম সেনা পাঠানো হবে।

ফরহাতুল্লাহ বাবর বলেন, ইয়েমেনে সৌদি সামরিক অভিযানের কারণে দেশটিতে সেনা না পাঠানোর বিষয়ে সংসদে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু কিন্তু এখন কে সংসদকে পাশ কাটিয়ে এককভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন? এরপর চেয়ারম্যান রাজা রব্বানি প্রতিরক্ষামন্ত্রীকে তলবের নির্দেশ জারি করেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ