শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭

শিরোনাম :
মাওয়া এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে বাসের ভেতরে মোটরসাইকেল, নিহত ২ রাজধানীতে ভয়াবহ গ্যাস সংকট, কেন ঢাকার বহু এলাকায় গ্যাস নেই? আগামী নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: ফাওজুল কবির খান স্বপ্নেই চিনেছিলেন সন্তানের কবর, ডিএনএ মিলল সেই গাছের নিচেই ভারতে এবার পশু চুরির অপবাদে মুসলিম ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন’ কর্মশালা অনুষ্ঠিত হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর একপক্ষীয় নির্বাচনের শঙ্কা দেখা দিয়েছে: পীর সাহেব চরমোনাই সিরাজগঞ্জে রেললাইনে কাঠ দিয়ে জোড়াতালি আইনুল হক কাসিমীসহ গ্রেপ্তার আলেমদের অবিলম্বে মুক্তি দাবি

মুসলিম হত্যায় প্রশাসন ইচ্ছা করেই অন্ধ হয়ে আছে: মাওলানা তারিক আনওয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি ভারতে বিশেষত বাংলা ও বিহারে যেভাবে সহিংসতা ছড়ানো হয়েছে এর পেছনে প্রশাসনের গাফিলতিই অনেকাংশে দায়ী বলে মনে করেন বিহারের ইসলামিক প্রেস ফাউন্ডেশন অব ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি মাওলানা সাইয়েদ তারিক আনওয়ার।

তিনি বলেন, রাম নবমীর শোভাযাত্রাগুলো থেকে মুসলমানদের জীবন ও সম্পদের ওপর ঘৃণ্য হামলা চলছেই। প্রশাসন যেনো ইচ্ছা করেই অন্ধ হয়ে আছে। পুলিশ চুপচাপ তামাশা দেখছে।

সহিংসতা কবলিত এলাকাগুলোর সফর করার পর গতকাল একটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি।

তারিক আনওয়ার হিন্দু উগ্রবাদীদের দিকে ইঙ্গিত করে বলেন, উগ্রবাদীদের জানা ছিলো সরকার তাদের পৃষ্ঠপোষকতা করবে। তারা তাদের কোনো ক্ষতি হতে দেবেন না। তাই বিশৃংখলা সৃষ্টিকারীরা মসজিদ ও কবরখানাগুলোর অবমাননা করে এর উপর গেরুয়া ঝাণ্ডা চড়িয়ে আবার এসব ঘৃণ কর্মকাণ্ড ভিডিও করে অনলাইনে ছেড়েছে। যেনো তারা বলতে চাইছে, আমাদের যা করার আমরা করেছি, তোমরা কী করতে পারবে করো!

মাওলানা বলেন, বিহারের ইতিহাসে এরকম আর কখনো হয় নি। এখানকার মানুষ সব সময় নিজেদের মধ্যে সম্প্রীতি ও ভালোবাসা বজায় রেখে চলেছে। এর আগে কখনো রাম নবমীর শোভাযাত্রাগুলো গুণ্ডামির শোভাযাত্রায় পরিণত হয় নি।

এবারের রাম নবমীর শোভাযাত্রায় অনেক হিন্দু শুধু মুসলমানদের দোকান ও বাড়ি লুট করার জন্যই বের হয়েছে।

রাজনৈতিক দলগুলোর নীরবতার নিন্দা করে তিনি বলেন, শুধু ভোটের সময়ই মুসলমানদের কথা তাদের মনে পড়ে!

সূত্র: রোজনামা খবরেঁ

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ