রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ বৈশাখ ১৪৩২ ।। ২৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়তের নবনির্বাচিত সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুকের বর্ণাঢ্য জীবন হজের ফ্লাইট শুরু মঙ্গলবার কাশ্মীরে ভারতীয় বাহিনীর তল্লাশি অভিযান আরও জোরদার; পাহালগামে অভিযানের পঞ্চম দিন জামিয়া শরইয়্যাহ মালিবাগের শায়খুল হাদীস মাওলানা জাফর আহমদ সাহেব রোড এক্সিডেন্ট করেছেন। আল্লামা আমিনুল হক রহ.: জীবনরেখা ও কর্মধারা ফ্যাসিবাদের বিচারকদেরও বিচার হতে হবে: রিজভী ৩ মের মহাসমাবেশ সফল করুন : হেফাজতে ইসলাম ফিলিস্তিন ও কাশ্মীর ইস্যুতে উম্মাহর  ঐক্য জরুরি: নেজাম ইসলাম পার্টি নবনির্বাচিত আমির ও মহাসচিবকে অভিনন্দন জানালো ছাত্র আন্দোলন বিশ্ব মেধা সম্পদ দিবস: মেধার হোক সঠিক ব্যবহার

রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানের সঙ্গে ফিরিয়ে নিতে বললো তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: রোহিঙ্গা মুসলমানদের ওপর অত্যাচার বন্ধ করে নিজ দেশে সম্মানের সঙ্গে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক।

সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২৫ আগস্ট ২১০৭ সালে মিয়ানমারের উত্তর প্রদেশের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানের ওপর মানবিক সংকট শুরু হয়।

ওই দিন মিয়ানমার মুসলিম সংঘ্যালঘু সম্প্রদায়ের ওপর মিয়ানমার সরকার সেনাবাহিনী দিয়ে জাতিগত শুদ্ধি অভিযান চালায়।

এতে ২৪ হাজার সাধারণ মানুষ নিহত ও ৭ লাখ ৫০ হাজার পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নেয়। ওআইডএ’র তথ্য অনুযায়ী।

ওই প্রতিবেদন অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোহিঙ্গাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে যা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার সরকার অতিদ্রুত আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে পরামর্শ করে রোহিঙ্গাদের স্থায়ী সমাধানের আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপত্তা ও সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরিয়ে নিতেও আহ্বান জানান।

তুরস্ক রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে সংবেদনশীল সংকটের সময়ে পাশে ছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলে, তুরস্ক সব সময় রোহিঙ্গাদের মানবিক সংকট নিয়ে পাশে রয়েছে এবং বিশ্ব চায় বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে মিয়ানমার সরকার দ্রুত রোহিঙ্গাদের ফেরত নেবে।

সূত্র: আনাদলু এজেন্সি

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ