সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ২৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে মার্কিন বিমান বাহিনীর হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

গতকাল শুক্রবার জাতিসংঘ এক বিবৃতিতে জানিয়েছে, হেলমান্দ প্রদেশে আফগান ও মার্কিন বাহিনীর যৌথ অভিযান চলাকালে একটি কম্পাউন্ডে এ হামলা চালানো হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় নিহতদের মধ্যে ১০ জন শিশু ও ৮ জন নারী ছিলেন বলে ধারণা করছেন জাতিসংঘ তদন্তকারীরা। তবে স্থানীয় অধিবাসীরা নিহতের সংখ্যা ৩০ উল্লেখ করেছে।

আফগানিস্তানে যুক্তরাষ্ট্র পরিচালিত ন্যাটো বাহিনী বলেছে, ‘মঙ্গলবার জামশের এলাকায় আফগান বিশেষ বাহিনীর সঙ্গে তালেবান যোদ্ধাদের সংঘর্ষের মধ্যেই ওই ভবনে হেলিকপ্টার থেকে হামলা চালায় মার্কিন বাহিনী। তবে সেখানে বেসামরিক লোকের উপস্থিতি সম্পর্কে তাদের জানা ছিল না।’

এ বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ন্যাটো। এ ছাড়া জঙ্গিরা বেসামরিক নাগরিকদেরকেও ঢাল হিসাবে ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক এই জোট।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ