আওয়ার ইসলাম: ডিজে’কে পছন্দের গান বাজাতে বলেছিল দুই তরুণ। কিন্তু বারবার বলার পরেও কথা কানে নেয়নি ওই ডিজে। এ নিয়ে শুরু হয় কাটাকাটি। এর একপর্যায়ে হাতাহাতি।
তারপর হঠাৎ গান শোনার অনুরোধকারী দুই তরুণকে গুলি করে বসে ১৯ বছরের ওই ডিজে ও তার দুই বন্ধু। রবিবার রাতে ভারতের দিল্লির পালাম ভিলেজে এ ঘটনা ঘটেছে।
এনডিটিভির খবর বলছে, ভারতের দিল্লির পালাম ভিলেজের এক বাড়িতে চলছিল অনুষ্ঠান। সেখানেই বক্সে গান বাজাচ্ছিলেন ডিজে অক্ষয়। বারবার তাকে নিজেদের পছন্দের একটি গান চালাতে বলেন শ্যাঙ্কি (২৩) এবং তার চাচাতো ভাই তুষার (১৬)।
বিরক্ত হয়ে নিজের দুই সঙ্গী সঞ্জয় এবং আশিস শর্মাকে ডাকেন অক্ষয়। এরপরেই ঘটে ওই ঘটনা।
পুলিশ জানিয়েছে, পার্টি চলাকালীন প্রকাশ্যেই শ্যাঙ্কি এবং তুষারের ওপর গুলি চালায় অক্ষয় এবং দুই সঙ্গী সঞ্জয় ও আশিস। তলপেটে গুলি লাগে শ্যাঙ্কি এবং তুষারের।
পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যায় তিন অভিযুক্ত। পরে তাদের তিন জনকে গ্রেফতারও করা হয়েছে।
সূত্র: এনডিটিভি