শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬


‘সরকারের নির্দেশেই মনোনয়নপত্র বাতিল হচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির সিনিয়র যুগ্ন-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সরকারের নির্দেশেই রিটানিং কর্মকর্তরা বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করছেন।

আজ মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভি বলেন, তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনে লেভেল প্লেয়িংয়ের ফিল্ড অনেক দূরে অবস্থান করছে। বিএনপি ও ঐক্যফ্রন্ট থেকে বার বার নির্বাচন কমিশনে লেভেল প্লেয়িং ফিল্ড, নেতা কর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার ও মামলার বিষয়ে বার বার অভিযোগ করা হলেও নির্বাচন কমিশন নীরব। পুলিশ এখন নির্বাচন কমিশনের নির্দেশ ছাড়া কারো কথা শোনেন না। তাহলে বন্যার স্রোতের মতো বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে কেন?

তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তারা মূলত সৎ মায়ের ভুমিকা পালন করছে।

তিনি বলেন, কিছুদিন আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তাদের ডেকে এনে বৈঠক করে যে নির্দেশনা দেয়া হয়েছে সেই নির্দেশনা অনুযায়ী বিএনপিসহ বিরোধী দলের প্রার্থীদের মনোনয়নপত্র গণহারে বাতিল করা হয়েছে।

দুর্নীতি মামলায় দন্ডিত হওয়ার তথ্য গোপনের অভিযোগ থাকার পরেও সরকারি দলের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়নি বলে অভিযোগ করেন রিজভি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ