আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ হবে ৯ ডিসেম্বর। দুপুরে এ দিন ধার্য করেন সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান।
আজ আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী ও গুলশান থানার পুলিশের উপ-পরিদর্শক রিপন কুমার দাস। এ সময় অভিযুক্ত আট জনের মধ্যে ছয় জন আদালতে উপস্থিত ছিলেন। পলাতক আছেন শহীদুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ। এ মামলায় ২১১ জনকে সাক্ষী করা হয়েছে।
৮ আগস্ট হলি আর্টিজান মামলায় ৮ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে আদালত। ২৬ নভেম্বর অভিযোগ গঠনের মধ্যে দিয়ে দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলার বিচার শুরু হয়।