সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


ইয়েমেন ইস্যুতে শান্তি আলোচনায় অংশ নিতে সুইডেনে হুতিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইয়েমেনে যুদ্ধ পরিস্থিতি নিয়ে জাতিসংঘের শান্তি আলোচনায় অংশ নিতে সুইডেন পৌঁছেছে হুতি বিদ্রোহীদের একটি প্রতিনিধিদল।

২০১৬ সালের পর প্রথম এই আলোচনা হতে যাচ্ছে।

ইয়েমেনে যুদ্ধ অবসানে পশ্চিমা বিশ্ব থেকে চাপ আসার পাশাপাশি, দেশটিতে অর্থনৈতিক বিপর্যয় নিয়ে সতর্ক করে জাতিসংঘ। এরপরই এই আলোচনায় অংশ নিতে গেলো প্রতিনিধিদলটি।

শান্তি আলোচনা ফলপ্রসূ করতে সোমবার প্রায় ৫০ জন আহত বিদ্রোহীকে চিকিৎসার জন্য ওমান পাঠায় জাতিসংঘ।

সুইডেন বৈঠকে, শান্তি স্থাপনে ভবিষ্যত কর্মপিকল্পনা এবং অভ্যন্তরীণ সরকার নিয়ে আলোচনার কথা রয়েছে। প্রায় চার বছরের গৃহযুদ্ধে ইয়েমেনে নিহত হয়েছে ১০ হাজারের বেশি বেসামরিক নাগরিক। অপুষ্টিতে আছে কয়েক লাখ মানুষ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ