আওয়ার ইসলাম: ভারতের জম্মু-কাশ্মীরে বাস দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্য হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে। কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে ৭৫ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।
মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ শনিবার লোরান থেকে পুঞ্চ যাওয়ার পথে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায় বাসটি।
পুলিশের ধারণা, সরু পাহাড়ি পথে বাঁক নিতে গিয়ে দুর্ঘটনা ঘটে। বাসটিতে কতজন যাত্রী ছিল, তা এখনো জানা যায়নি।
উদ্ধারকারীরা জানায়, পাহাড়ের প্রায় ১০০ ফুট নীচে পড়ে যাওয়ায় বাসটির ওপরের ও সামনের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া