আওয়ার ইসলাম: তুরস্কের রাজধানী আঙ্কারায় এক ট্রেন দুর্ঘটনায় অন্তত চার জন নিহত ও কমপক্ষে আরও ৪৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
দ্রুতগতিতে চলা একটি ট্রেনের সঙ্গে অন্য একটি ট্রেনের ইঞ্জিনের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়ে যায়। আঙ্কারার গভর্নর ভাসিপ সাহিন বলেন, ‘রেললাইন পরিদর্শনে আসা একটি রেল ইঞ্জিনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনটির ধাক্কা লাগায় এ দুর্ঘটনা ঘটে।’
দুর্ঘটনার পর উদ্ধারকাজ চলছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
আঙ্কারা থেকে কোনিয়া অভিমুখে ট্রেনটি যাচ্ছিলো বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। তারা আরও জানায়, দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।
কেপি