সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
৫ই মে ঐতিহাসিক গণহত্যা দিবস: আমাদের চোখ খুলবে কবে? স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ ‘২৫ মার্চের কালরাতকেও হার মানিয়েছে শাপলা চত্বরের গণহত্যা’ কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে : স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন সংক্ষুব্ধ মুফতি ফয়জুল করীম, আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা মেয়র পদ নিয়ে মুফতি ফয়জুল করীমের মামলা খারিজ ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষ: নিহত-১, আহত-৪০ চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ ৫ মে শাপলা চত্বরে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে: ছাত্র জমিয়ত বাংলাদেশ

মাদরাসা ছাত্রদের ইংলিশে পারদর্শী করতে নতুন উদ্যোগ কলকাতায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কলকাতার বিভিন্ন মাদরাসার ছাত্রদের ইংলিশ ভাষায় পারদর্শী করতে এক নতুন উদ্যোগ নিয়েছে উত্তর ২৪ পরগনার হাড়োয়ার বুড়ির পুকুর (জামপুর) মাদরাসা পরিচালিত জামিয়া ইসলামিক এডুকেশনাল অ্যান্ড ওয়েল ফেয়ার ট্রাস্ট। এর অংশ হিসেবে তারা কিছু দিন পর বক্তৃতা প্রতিযোগিতা আয়োজন করে আসছে।

স্থানীয় একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, সম্প্রতি আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্কসার্কাস ক্যাম্পাসের অডিটোরিয়াম মঞ্চে বক্তৃতা প্রতিযোগিতা আয়োজন করে জামিয়া ইসলামিক এডুকেশনাল অ্যান্ড ওয়েল ফেয়ার ট্রাস্ট। এ অনুষ্ঠানে আরবি ভাষার পাশাপাশি শিক্ষার্থীদের ইংলিশ ভাষা রপ্তে উৎসাহ দেওয়া হয়।

এদিনের প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্যে প্রথম হন মাদরাসা ছাত্র আব্দুর রসিদ, দ্বিতীয় কামাল উদ্দিন, তৃতীয় আশরাফ আলী৷ প্রথম, দ্বিতীয়, তৃতীয় ছাত্রদের হাতে মেমেন্ট এবং ডায়েরি দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন– পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি তথা পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসারমন্ত্রী সিদ্দীকুল্লাহ চৌধুরী৷

সিদ্দীকুল্লাহ চৌধুরী বলেন, মাদরাসা ছাত্রদের আরবি ভাষার সঙ্গে তাল মিলিয়ে ইংলিশ ভাষার ওপর নজর দিতে হবে। পাশাপাশি আমরা বাঙালি হিসাবে আমাদের মাতৃভাষা বাংলার ওপরও লক্ষ্য রাখতে হবে।

মাদরাসা ছাত্রদের ইংলিশে পারদর্শী করতে বিতর্ক প্রতিযোগিতা থেকে অন্য যেকোনও উদ্যোগে সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন তিনি৷

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামপুর মাদরাসার ইংলিশ বিভাগের প্রধান মাওলানা নিজামুদ্দিন কাশেমী৷

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ