মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
কুষ্টিয়া জেলা জামায়াতের আমির আবুল হাশেমের দাফন সম্পন্ন রাজধানীর জামিয়া দারুস সুন্নাহ ক্বাওমিয়া মাদরাসায় নিয়োগ বিজ্ঞপ্তি গাজায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ ভাইরাস, ভেঙে পড়ার মুখে স্বাস্থ্যব্যবস্থা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, ৪০০ ঘর পুড়ে ছাই একমাত্র বিএনপির কাছেই ইসলাম নিরাপদ: দুলু ত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ আচরণবিধি লঙ্ঘনে- রুমিন, তাহেরী, মুজিবুর ও সালামকে শোকজ মধ্যরাতে আগুনের কবলে রোহিঙ্গা ক্যাম্প, পুড়ে ছাই পাঁচ শতাধিক বসতঘর গণভোট নিয়ে বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: ধর্ম উপদেষ্টা জামায়াতি বক্তা আমির হামজার সব ওয়াজ মাহফিল স্থগিত

১৬ মিনিট লাইভস্ট্রিমিং করে হামলাকারী; মসজিদে প্রবেশের সময় বলে, ‘পার্টি শুরু’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে পর পর গুলি চালানোর ঘটনায় আপাতত থমথমে অবস্থা গোটা নিউজিল্যান্ডজুড়ে। এদিনের আততায়ী হামলার ঘটনাকে সেদেশের প্রধানমন্ত্রী 'কালো দিন' হিসেবে বর্ণনা করেছেন। এদিকে, জানা গেছে, গোটা ঘটনা ফেসবুকে লাইভ স্ট্রিম করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে, ৫০ রাউন্ড গুলি চালায় আততায়ীরা।

ক্রাইস্টচার্চে হামলার সে ভয়াবহ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৬ মিনিট ধরে লাইভ স্ট্রিম (সরাসরি সম্প্রচার) করে বন্দুকধারী নিজেই। সেখানে নিজের পরিচয়ও দিয়েছে সে। জানিয়েছে, তার নাম ব্রেন্টন টারান্ট, বয়স ২৮ বছর। অস্ট্রেলীয় বংশোদ্ভূত শ্বেতাঙ্গ সে।

ফেসবুক ভিডিওতে দেখা গেছে, বাসা থেকে অস্ত্রে গুলি ভরে গান শুনতে শুনতে ব্রেন্টন টারান্ট মসজিদের মধ্যে প্রবেশ করে। মসজিদ আঙ্গিনায় প্রবেশের সময় বলে, ‘পার্টি শুরু’। এরপর নির্বিচারে গুলি চালাতে থাকে। মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন একাধিক ব্যক্তি।

প্রথমে মসজিদের বাইরে থেকে গুলি চালানো শুরু হয়। ভিডিওতে দেখা যায়, মসজিদের ভেতরে ঢুকতে থাকে ওই আততায়ী। গোটা ধর্মীয়স্থান রক্তাক্ত হতে শুরু করে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময়ে আততায়ী একটি বিশেষ ইউনিফর্ম পরে ছিল। এদিকে, সেদেশের প্রধানমন্ত্রী গোটা ঘটনার কড়া নিন্দা করেন। জানান, হিংসার এমন ঘটনা নজিরবিহীন।

স্থানীয় সময় শুক্রবার বিকালে ক্রাইস্টচার্চের আল-নূর মসজিদে হামলা চালায় বন্দুকধারীরা। এই ঘটনায় ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে; যার মধ্যে দুই বাংলাদেশি রয়েছেন। এ ছাড়া, এ ঘটনায় আরও ৮ বাংলাদেশির গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ