আওয়ার ইসলাম: ক্রাইস্টচার্চের দুই মসজিদে হামলা চালানোর ৯ মিনিট আগে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর অফিসে একটি ঘোষণাপত্র পাঠায় সন্ত্রাসী ব্রেন্টন ট্যারেন্ট। আজ একথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান।
তিনি বলেন, “হামলা চালানোর ৯ মিনিট আগে একটি ঘোষণাপত্র মেইল করা হয়। ৩০ জনের বেশি প্রাপকের মধ্যে আমিও ছিলাম।"
কী ছিল সেই ঘোষণাপত্রে? প্রধানমন্ত্রী বলেন, “তাতে কোনও জায়গার কথা বলা হয়নি। নির্দিষ্ট কোনও তথ্য দেওয়া হয়নি।” তিনি জানান, মেইল আসার দুই মিনিটের মধ্যেই তা নিরাপত্তা সংস্থাকে পাঠানো হয়।
উল্লেখ্য, শুক্রবার ক্রাইস্টচার্চের দুই মসজিদে সন্ত্রাসবাদী হামলায় ৪৯ জন মারা যান। গতকাল নিউজিল্যান্ড পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আরও একজন মারা গেছেন। পাশাপাশি, ৫০ জন জখম হয়েছেন। ঘটনায় মোট ৪ জনকে গ্রেফতার করা হয়।
কেপি