আওয়ার ইসলাম: একটা, দুইটা বা তিনটা নয়, একসঙ্গে ৬ সন্তান প্রসব করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক নারী। একসঙ্গে ছ’টি সন্তান পেয়ে এখন তিনি আহ্লাদে আটখানা।
প্রথমবারের গর্ভাবস্থা। আল্ট্রাসোনোগ্রাফি করতে গিয়েই চমকে উঠেছিলেন ডাক্তারেরা। দেখেন, গর্ভে একসঙ্গে ছ’টি সন্তান রয়েছে। মহিলার শারীরিক অবস্থা নিয়েও চিন্তা হয়েছিল ডাক্তারদের। তবে দিব্যি নাকি খোশ মেজাজেই ছিলেন মহিলা।
দ্য ইন্ডিপেন্ডেন্টের খবরে প্রকাশ, টেক্সাসের বাসিন্দা এই নারীর নাম থেলমা চাইকা। শুক্রবার স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিট থেকে ৪টা ৫৯ মিনিটের মধ্যে সন্তান প্রসব করেন তিনি। ৯ মিনিটে জন্ম দেন দুই জোড়া যমজ ছেলে ও এক জোড়া যমজ মেয়ের। সদ্যোজাতরা সকলেই সুস্থ রয়েছে।
টেক্সাসের ওম্যান’স হাসপাতালে এখন বিশেষ যত্নে রাখা হয়েছে থেলমাকে। খবর পেয়েই হাসপাতালে ভিড় জমাতে শুরু করেছেন সাংবাদিকরা। কৌতুহলী মানুষের ভিড়ও কম নয়। তাই মিডিয়ার ক্যামেরা বাঁচিয়ে সর্বক্ষণ তাঁকে নজরে নজরে রাখছেন ডাক্তার ও নার্সেরা। ৬ সন্তানকে নিয়ে ডাক্তারদের আনন্দও কিছু কম নয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সদ্যোজাতদের ওজন ৭৯৩ গ্রাম থেকে এক কিলোগ্রামের মধ্যে। ডাক্তারদের বক্তব্য, একসঙ্গে তিন বা চার সন্তান অবধি জন্ম দেওয়ার ঘটনা ঘটে। তবে একসঙ্গে ছ’টি সন্তানের জন্ম দেওয়ার ঘটনা বিরলতম। হিসাব করে দেখলে দেখা যাবে ৪৭০ কোটিতে হয়তো একটা ঘটে।
/এমএ/