মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
দুই পদে জনবল নেবে জামিয়া মাদানিয়া দারুল উলুম ঢাকা কুষ্টিয়া জেলা জামায়াতের আমির আবুল হাশেমের দাফন সম্পন্ন রাজধানীর জামিয়া দারুস সুন্নাহ ক্বাওমিয়া মাদরাসায় নিয়োগ বিজ্ঞপ্তি গাজায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ ভাইরাস, ভেঙে পড়ার মুখে স্বাস্থ্যব্যবস্থা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, ৪০০ ঘর পুড়ে ছাই একমাত্র বিএনপির কাছেই ইসলাম নিরাপদ: দুলু ত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ আচরণবিধি লঙ্ঘনে- রুমিন, তাহেরী, মুজিবুর ও সালামকে শোকজ মধ্যরাতে আগুনের কবলে রোহিঙ্গা ক্যাম্প, পুড়ে ছাই পাঁচ শতাধিক বসতঘর গণভোট নিয়ে বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: ধর্ম উপদেষ্টা

জিম্বাবুয়ে, মোজাম্বিক ও মালাইয়ে শক্তিশালী সাইক্লোন: নিহত ১৭৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জিম্বাবুয়ে, মোজাম্বিক ও মালাইয়ে প্রবল গতিতে আঘাত হেনেছে সুপার সাইক্লোন ইদাই৷ এতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিহত হয়েছেন ১৭৪ জন। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। সাইক্লোন ইদাইয়ের তাণ্ডবে রাস্তায় উপড়ে পড়েছে গাছ, ছিঁড়ে গেছে বিদ্যুতের তার। যোগাযোগহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ।

সাইক্লোনে ৩১ জন নিহতের খবর নিশ্চিত করেছে জিম্বাবুয়ে সরকার। এছাড়া মোজাম্বিকে নিহতের সংখ্যা ৮৭ জনে পৌঁছেছে। মালয়ে এই সংখ্যা ৫৬ জন বলে নিশ্চিত করেছে দেশটির সরকার। এছাড়া দেশ তিনটিতে বহু লোক এখনো নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

জিম্বাবুয়ে, মোজাম্বিক ও মালাইয়ের চারিদিকে এখন শুধুই ইদাইয়ের তাণ্ডবলীলার চিত্র৷ আফ্রিকার তিনটি দেশে এই সাইক্লোনে ক্ষতিগ্রস্ত হয়েছেন দেড় কোটিরও বেশি মানুষ। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মোজাম্বিকে। সেখানকার অধিকাংশ বাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে। বিদ্যুতহীন হয়ে পড়েছে পুরো এলাকা। বন্ধ রয়েছে দেশটির বিমানবন্দর।

মোজাম্বিকের বেইরা শহরে বৃহস্পতিবার থেকে শুরু হয় ঝড়ের দাপট৷ এরপর সেটি গতিপথ পাল্টে জিম্বাবুয়ে ও মালাইয়ে প্রবেশ করে৷ সাইক্লোনের দাপটে বাড়ি, স্কুল, হাসপাতাল, পুলিশ স্টেশন সব ধ্বংস হয়ে গিয়েছে৷ ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে৷ অনেক নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। লাখ লাখ মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে।

জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে, আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশগুলোতে সাইক্লোনে কমপক্ষে ১৫ লক্ষাধিক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন দেশের সরকারি উদ্ধারকারীদের সহযোগিতা করছে জাতিসংঘের সংস্থা ও রেডক্রস। তারা হেলিকপ্টারে করে খাদ্য এবং ওষুধ সরবরাহ করছে। সূত্র: ডয়চে ভেলে।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ