আওয়ার ইসলাম: পাকিস্তানের দক্ষিণ পশিমের শহর কোয়েটায় শুক্রবার সকালে এক শক্তিশালী বিস্ফোরণে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০ জন। ডন পত্রিকা সূত্রে এই খবর পাওয়া গেছে। উল্লেখ্য, বালুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা।
পুলিশ প্রধান আবদুল রহমান চিমা বলেছেন, শহরের বাজার এলাকায় এক আবাসন অঞ্চলের কাছে ওই বিস্ফোরণ ঘটে। ওই অঞ্চলে মূলত শিয়াপন্থী মুসলিমদের বাস। কর্তৃপক্ষ আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে আশেপাশের বাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই বিস্ফোরণের দায় নেয়নি।
বালুচিস্তানের মুখ্যমন্ত্রী জাম কামাল খান বিস্ফোরণের তীব্র নিন্দা করে বলেন, “মানবতার শত্রুরাই এই সন্ত্রাসবাদের পিছনে রয়েছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
কেপি