মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
বিএনপির আরও ২ নেতা বহিষ্কার শায়খে চরমোনাইয়ের এক আসনে প্রার্থী প্রত্যাহার জামায়াতের পবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ স্পেনে দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক যাদের ৩ ভোটও নেই, তারা হুমকি দিচ্ছেন নির্বাচন হতে দেব না : মির্জা ফখরুল  শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত অযৌক্তিক: ইসলামী ছাত্র আন্দোলন আমিরসহ জামায়াতের শীর্ষ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির ‘র‍্যাবের ওপর হামলাকারীরা যত শক্তিশালী হোক, আইনের আওতায় আনা হবে’ জুলাই সনদে ‘বিসমিল্লাহ’ উল্লেখ না থাকার কারণ জানালেন ধর্ম উপদেষ্টা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন হাফেজ নেছার আহমাদ আন-নাছিরী

শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত অযৌক্তিক: ইসলামী ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক ক্যাম্পাস বিনির্মাণে ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন নিয়ে দীর্ঘদিনের টালবাহানা ও সর্বশেষ স্থগিতের সিদ্ধান্তকে অযৌক্তিক বলে মনে করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

সংগঠনটির মতে, শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং উৎসবমুখর ও প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান হিসেবে ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন থাকার পরও শুধুমাত্র জাতীয় নির্বাচনের অজুহাতে শাকসু নির্বাচন স্থগিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত ক্যাম্পাস পলিসি ডায়ালগ প্রোগ্রামে এসব কথা বলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ। সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে বিভিন্ন ক্যাম্পাসের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কেন্দ্রীয় সভাপতি বলেন, শাকসু নির্বাচন শিক্ষার্থীদের মৌলিক অধিকার। আগামী দিনের দেশ গঠনে ছাত্রসমাজের প্রতিনিধিত্ব অপরিহার্য। অথচ পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের অধিকার হরণের অপচেষ্টা চলছে।

তিনি আরও বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এ অবস্থার অবসান ঘটাতে দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলকভাবে সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।

তিনি সতর্ক করে বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান বন্ধ রেখে কখনোই শিক্ষার গুণগত মান নিশ্চিত করা সম্ভব নয়। শাকসু নির্বাচন বিলম্বিত করা মানে শিক্ষার্থীদের কণ্ঠরোধ করা এবং কর্তৃত্ববাদী সংস্কৃতিকে দীর্ঘস্থায়ী করা।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ শিক্ষার্থীদের দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়ে বলেন, শাকসু নির্বাচন নিয়ে কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। অবিলম্বে ঘোষিত নির্বাচন বাস্তবায়ন করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল আহসান মারজান, সাংগঠনিক সম্পাদক ইবরাহীম খলীল, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আশিকুল ইসলাম, অর্থ ও কল্যাণ সম্পাদক আহমাদ শাফী, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আনোয়ার হোসেন মনজু, স্কুল ও কলেজ সম্পাদক সাইফ মুহাম্মাদ আলাউদ্দিন, আন্তর্জাতিক সম্পাদক রাজন শিকদার, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং সম্পাদক মাঈনুদ্দিন খান সিফাত, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক আব্দুর রহমান, কার্যনির্বাহী সদস্য তানভীর আহমেদ শোভন ও মুতাসিম বিল্লাহ আল মামুনসহ বিভিন্ন ক্যাম্পাসের নেতৃবৃন্দ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ