আওয়ার ইসলাম: ইরানের এক কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কেনিয়ার হাফেজ আব্দুল আলিম আব্দুল রাহিম মুহাম্মদ হাজি। ‘ইসলামিক রিপাবলিক অব ইরানের ৩৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা–২০১৯’ –এ ছেলেদের মধ্যে প্রথম হয়েছেন আব্দুল আলিম আব্দুল রাহিম মুহাম্মদ হাজি।
স্কুলছাত্রদের এ প্রতিযোগিতায় মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের হাফেজ অংশ নেন। এর মধ্যে মেয়েদের মাঝে প্রথম হয়েছেন ইরানের জায়নাব আমিনপুর এক ছাত্রী, ছেলেদের মাঝে প্রথম হয়েছেন আব্দুল আলিম আব্দুল রাহিম মুহাম্মদ হাজি। এ ছাড়া, কুরআন তেলওয়াত বিভাগে প্রথম হয়েছেন ইরানের আমির হোসাইন রাহমাতি।
আন্তর্জাতিক এই কুরআন প্রতিযোগিতা গত ১১ এপ্রিল শুরু হয়। এতে ৮৪টি দেশ থেকে হাফিজ ও ক্বারি অংশ নেন।
কেপি