রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত নারী সংস্কার কমিশন ও প্রস্তাবনা বাতিলের দাবি খেলাফত মজলিসের বনানীতে বিএনপির সঙ্গে সিপিবি-বাসদ নেতাদের রুদ্ধদ্বার বৈঠক হেফাজতে ইসলামের মজলিসে আমেলায় উপস্থিত ছিলেন যাঁরা ইসলাম ধর্ম গ্রহণ করলেন মুন্সিগঞ্জের পাপ্পু

আবারো কানাডার প্রধানমন্ত্রী হচ্ছেন জাস্টিন ট্রুডো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কানাডার সাধারণ নির্বাচনে জয়ের পথে রয়েছে জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি। ফলাফল গণনা শুরু হওয়ার পর দেখা গেছে, নির্বাচনে এগিয়ে রয়েছে লিবারেল পার্টি।

তবে পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে লিবারেল পার্টি, ফলে ট্রুডোকে একটি সংখ্যালঘু সরকার গঠন করতে হবে।

কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (সিবিসি) জানিয়েছে, গতবারের মতো পার্লামেন্টে এবার একক সংখ্যাগরিষ্ঠতা থাকছে না ট্রুডোর নেতৃত্বাধীন সরকারের।

এর আগে সোমবার (২১ অক্টোবর) কানাডায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাভুটি শেষে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে লিবারেল পার্টির জয় প্রায় নিশ্চিত। যদিও আনুষ্ঠানিক ফল পেতে আরও সময় লাগবে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভোটগ্রহণ শেষ হওয়ার পর ট্রুডো এবং তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির অ্যান্ড্রু শিয়ারের মধ্যে কঠিন লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যায়। এরপর অল্প ব্যবধানে এগিয়ে যায় লিবারেল পার্টি।

প্রাথমিক ফলে জানা গেছে, ৩০৪টি ইলেকটোরাল এলাকার মধ্যে লিবারেল পার্টি পেয়েছে ১৫৬টি আসন। অপর দিকে কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১টি। সংখ্যাগরিষ্ঠ সরকার নিশ্চিত করতে ট্রুডোর ১৭০টি আসন দরকার ছিল।

এদিকে হাউজ অব কমন্সের ৩৩৮ আসনে গতবারের মতো সংখ্যাগরিষ্ঠতা ধরে না রাখতে পারায় চলতি মেয়াদে বেশ বিপাকে পড়বে লিবারেল পার্টির সরকার। সেক্ষেত্রে বিভিন্ন আইন পাস করতে অন্য দলগুলোর সহায়তা নিতে হবে ট্রুডো সরকারকে।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ