আওয়ার ইসলাম: সরকারিভাবে জম্মু-কাশ্মির ভাগ হওয়ার ঘণ্টা খানেকের মধ্যে জ্বালিয়ে দেয়া হলো এক বিজেপি নেতার গাড়ি।
জম্মু-কাশ্মির পুলিশের বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে কুলগামের বোনিগাম গ্রামে এ ঘটনা ঘটে।
বিজেপি নেতা আদিল আহমেদ গানাইয়ের বাড়ির সামনের রাস্তার ওপরেই পার্ক করা ছিল তার গাড়ি। পাশে আরও কয়েকটি গাড়ি ছিল। হামলায় দুটি গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার সময় বাড়িতে ছিলেন না বিজেপি নেতা। শুক্রবার (আজ) সকাল থেকেই গোটা গ্রামজুড়ে শুরু হয়েছে সেনা টহলদারি।
এর আগে গত মঙ্গলবার দক্ষিণ কাশ্মিরের কুলগামে এলোপাথারি গুলিতে প্রাণ হারিয়েছে পশ্চিমবঙ্গের পাঁচ শ্রমিক।
-এএ