সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


প্রাচীর বেয়ে বিশ্বরেকর্ড গড়লেন এই হিজাবী তরুণী! (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাচীর বেয়ে দ্রুত ওপরে ওঠায় রেকর্ড সৃষ্টি করেছেন ইন্দোনেশিয়ান তরুণী আরিয়েস সুসান্তি রাহায়ু। ইন্দোনেশিয়ার এই অ্যাথলিট ৬.৯৯৫ সেকেন্ডে কোনো কিছু বেয়ে নারীদের ওপরের ওঠার বিশ্বরেকর্ড গড়েছেন।

ইন্দোনেশিয়ার লোকেরা তাকে ডাকে স্পাইডারওম্যান। আরিয়েস ১৫ বছর বয়স থেকে প্রাচীর বেয়ে উঠতে শুরু করেন। ২০১৮ সালে বিশ্বকাপ জিতে তিনি এই স্পাইডারওম্যান নাম পেয়েছেন।

আরিয়েস সুসান্তি রাহায়ু জানান, আমি ৬.৯ সেকেন্ডে এটা শেষ করতে পেরে খুবই খুশি। আমি আশা করিনি এতো কমে এটা শেষ করেত পারবো। গত বছর সময় লেগেছিল ৬.৮ আর অনুশীলনের সময় ৬.৯ সেকেন্ড।

আরিয়েস ২০২০ অলিম্পিকের জন্য কঠোর অনুশীলন করছেন। অলিম্পিকে প্রথমবারের মতো আরোহন ইভেন্ট যুক্ত হচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ