সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


কিশোর আলোর অনুষ্ঠানে শিক্ষার্থীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোর আলোর অনুষ্ঠানে নাইমুল আবরার রাহাতের মৃত‌্যুর ঘটনায় তিন সদস‌্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ‌্যান্ড কলেজে জরুরি বৈঠকে কমিটি গঠনের সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ।

এর আগে শনিবার সকালে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা চার দফা দাবিতে বিক্ষোভ শুরু করে।

শিক্ষার্থীদের চার দফা দাবি হলো— ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ ৭২ ঘণ্টার মধ্যে প্রকাশ করতে হবে; অনুষ্ঠানের অব্যবস্থাপনার দায় স্বীকার করে কিশোর আলো, অনুষ্ঠানের আয়োজক ও হাসপাতাল কর্তৃপক্ষের লিখিত বিবৃতি দিতে হবে; ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন শিক্ষার্থীদের সামনে প্রকাশ করতে হবে; এবং কেবল দুর্ঘটনা নয়, কর্তৃপক্ষের গাফিলতি, অব্যবস্থাপনা ও উদাসীনতার কথা উল্লেখ করে পত্রিকায় বিবৃতি দিতে হবে।

শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে প্রথম আলো পত্রিকার সহযোগী প্রতিষ্ঠান কিশোর আলোর জন্মদিনের অনুষ্ঠান দেখতে এসে নাইমুল আবরার রাহাত নামে এক কিশোর বিদ্যুতায়িত হয়ে মারা যায়। রাহাত মোহাম্মদপুরের রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার কিশোর আলোর জন্মদিনের অনুষ্ঠানে কনর্সাট চলছিল। নাইমুল আবরার রাহাত ও তার অপর দুই বন্ধু মাঠে মাঝখানে বসে কনসার্ট শুনছিল। বিকেল সাড়ে ৫ টার দিকে রাহাতের দুই বন্ধু আইসক্রিম আনার জন্য সেখান থেকে উঠে যায়।

রাহাত বসা থেকে উঠতে গিয়ে পাশে থাকা তারের উপর পড়ে যায় এবং বিদ্যুতায়িত হন। তখন তাকে আশপাশের সবাই উদ্ধার করে দ্রুত আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ