আওয়ার ইসলাম: গত ২৭ অক্টোবর থেকে পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম প্রধান মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে সরকার হটাও আন্দোলন শুরু হয়ে ৩১ অক্টোবর জমা হয় ইসলামাবাদে।
সে আজাদি মার্চে বিরোধী দলগুলোসহ হাজার হাজার লোক জড়ো হয়েছেন। আজাদি আন্দোলনরতদের ভীরে এক প্রতিবন্ধীকে সাহায্য করে হিরু হয়েছেন পুলিশ।
জিও নিউজে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, উঁচু একটি দেয়াল পাড় হতে পারছিলো না একজন আন্দোলনকারী। পুলিশ তাকে কোলে করে সে দেয়ালটি পাড় করে দিচ্ছে। এদিকে আজাদি মার্চের বক্তব্য শোনা যাচ্ছে।
এ ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশের প্রশংসা করছে মানুষ।
-এটি