সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


‘তারা আমার মুখ থেকে তিনটি শব্দ শুনতে চায়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তারা আমার মুখ থেকে কেবল তিনটি শব্দ শুনতে চায়, আমি তাদের কথার জবাব দিবো না। আমি যদি তাদের কথার জবাব দেই তাহলে দেশের সঙ্গে আমার বিশ্বাসঘাতকতা করা হবে।

সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী ইমরান খান এ কথা বলেছেন। তিনি বলেন, তারা আজাদি মার্চ থেকে আমি পদত্যাগ করলাম এ তিনটি শব্দ শুনতে চায়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য তখনই আসছে যখণ জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানের আজাদি মার্চ ইসলামাবাদে এসে সরকারের বিরুদ্ধে কথা বলেছে।

এদিকে প্রধানমন্ত্রী ইমরান খান মঙ্গলবার ফেডারেল মন্ত্রিসভার একটি বৈঠক ডেকেছে, আট দফা এজেন্ডা জারি করা হবে সে বৈঠক থেকে।

বৈঠককালে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হবে, মন্ত্রিপরিষদ ইসিসি এবং আইন সম্পর্কিত বিশেষ কমিটির সিদ্ধান্ত নিশ্চিত করবে। ডেইলি জং

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ