সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


ইরাকে ইরানি দুতাবাসে হামলা, নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের কারবালায় ইরানি দুতাবাসে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। এসময় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৫ জন নিহত হন।

জানা যায়, বিক্ষোভকারীদের সঙ্গে মিশে একদল দুর্বৃত্ত রোববার রাতে ইরানি দুতাবাসে হামলা চালিয়েছে । খবর আল-জাজিরা ও রয়টার্সের।

রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীর ছোঁড়া গুলিতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। দুর্বৃত্তদের এ হামলায় দুতাবাসের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা দুতাবাস ভবনের ইরানি পতাকা সরিয়ে সেখানে একটি ইরাকি পতাকা তুলে দেয়।

ইরাকের নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলার পর দুতাবাসের নিরাপত্তা রক্ষার লক্ষ্যে এ কূটনৈতিক মিশনের চারপাশে চার ব্যাটেলিয়ন সেনা মোতায়েন করা হয়েছে।

দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বিক্ষোভকারীরা গত কয়েকদিনে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বিভিন্ন সরকারি স্থাপনায় বহুবার হামলা চালিয়েছে।

এছাড়া সেদেশের গোয়েন্দা সূত্রগুলো বলছে, ইরাকে বিশৃঙ্খলা ও গোলযোগ সৃষ্টি করার লক্ষ্যে সুগভীর পরিকল্পনার আওতায় এ ধরনের হামলা চালানো হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর