শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭

শিরোনাম :
মাওয়া এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে বাসের ভেতরে মোটরসাইকেল, নিহত ২ রাজধানীতে ভয়াবহ গ্যাস সংকট, কেন ঢাকার বহু এলাকায় গ্যাস নেই? আগামী নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: ফাওজুল কবির খান স্বপ্নেই চিনেছিলেন সন্তানের কবর, ডিএনএ মিলল সেই গাছের নিচেই ভারতে এবার পশু চুরির অপবাদে মুসলিম ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন’ কর্মশালা অনুষ্ঠিত হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর একপক্ষীয় নির্বাচনের শঙ্কা দেখা দিয়েছে: পীর সাহেব চরমোনাই সিরাজগঞ্জে রেললাইনে কাঠ দিয়ে জোড়াতালি আইনুল হক কাসিমীসহ গ্রেপ্তার আলেমদের অবিলম্বে মুক্তি দাবি

আবারও আন্দোলনে নামছেন সাত কলেজের শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবারও আন্দোলনে নামছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাতটি কলেজের শিক্ষার্থীরা। ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রিতা, ত্রুটিযুক্ত ফলাফল প্রকাশ, সেশনজটসহ নানা সমস্যার সমাধানের দাবিতে তারা এই আন্দোলনে নামতে যাচ্ছেন। ঢাবি কর্তৃপক্ষ এসব সমস্যার সমাধানে কোনো পদক্ষেপ নেয়নি বলে তাদের অভিযোগ।

শিক্ষার্থীরা জানিয়েছেন, আগামী বুধবার (৪ নভেম্বর) তারা রাজধানীর নীলক্ষেত মোড়ে মানববন্ধন করবেন। সেখানে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

করোনা পরিস্থিতির মধ্যে এই মানববন্ধনের প্রস্তুতি হিসেবে ৩০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে সাত কলেজের শিক্ষার্থীদের সমন্বয় সভা হয়। সভায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, ঢাবিতে অধিভুক্ত হওয়ার পর থেকে নানাবিধ সমস্যার সম্মুখিন হচ্ছেন তারা। সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার তাগাদা দিলেও কোনো সমাধান হচ্ছে না। তাই নতুন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

গত বছরও নিয়মিত ক্লাস, পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশে ঢাকা বিশ্ববিদ্যালয় বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে আন্দোলনে নামেন সাত কলেজের শিক্ষার্থীরা।

ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ– এই সাত শিক্ষাপ্রতিষ্ঠানকে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে অধ্যয়নরত আছেন প্রায় আড়াই লাখের বেশি শিক্ষার্থী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ