সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ভোট দিতে কেউ বাধা দিলে সে শেখ হাসিনা হয়ে যাবে: আসিফ নজরুল বক্তৃতা চলাকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জামায়াতের জেলা আমির মাওলানা মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে হাতপাখার বিজয় হবে ইনশাআল্লাহ’ ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য  জয়-পরাজয়ের হিসাব নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন: শায়খ আহমাদুল্লাহ স্পেনে ২ ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৩৯ বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিল রাশিয়া হবিগঞ্জ-৪ আসনে ইসলামি ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না : ধর্ম উপদেষ্টা

বৃক্ষরোপণের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ভারতের নতুন বাবরি মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৃক্ষরোপণের মাধ্যমে অযোধ্যায় প্রস্তাবিত নতুন বাবারি মসজিদ নির্মাণ প্রকল্প শুরু করতে যাচ্ছে ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন (আইআইসিএফ)।

জানা যায়, ভারতের প্রজাতন্ত্র দিবস অর্থাৎ আগামী ২৬ জানুয়ারি শুরু হবে মসজিদ নির্মাণের কাজ। মসজিদ নির্মাণ কাজ শুরুর আগে মসজিদ চত্বরে বৃক্ষরোপণের পাশাপাশি প্রস্তাবিত মসজিদের নির্মাণ স্থলে উত্তোলন করা হবে জাতীয় পতাকা।

গতকাল রোববার (১৭ জানুয়ারি) বৈঠকের পর এমনটাই জানিয়েছে ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন (আইআইসিএফ)। জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা তৈরি করতেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়। রাম মন্দিরের নির্মাণস্থল থেকে ২৫ কিলোমিটার দূরে ধন্নিপুরে অযোধ্যার মসজিদটি তৈরি হবে। মসজিদ নির্মাণকাজের তত্ত্বাবধানে থাকা আইআইসিএফ ২৬ জানুয়ারি মসজিদ নির্মাণ কাজ শুরুর সিদ্ধান্ত নেন। ওই দিন সকাল ৯টায় বৃক্ষরোপণের মাধ্যমে নির্মাণ প্রকল্প শুরু হবে।

সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এলাকায় সবুজায়ন ঘটানোই আমাদের লক্ষ্য। এ জন্য আমাজন বৃষ্টি অরণ্য, দাবানলে ভস্ম হয়ে যাওয়া অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকা এবং বিশ্বের নানা দেশ থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা এনে লাগানো হবে। যাতে জলবায়ু পরিবর্তন নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো যায়।’

হাসপাতাল, জাদুঘর, গ্রন্থাগার, বাগান, কমিউনিটি কিচেন, ইন্দো-ইসলামিক কালচারাল রিসার্চ সেন্টার এবং প্রকাশনী সংস্থাসহ মসজিদ চত্বরের একটি নকশা ইতোমধ্যেই অনুমোদন দিয়েছে অযোধ্যা জেলা প্রশাসন।

উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ফেলে উগ্র হিন্দু করসেবকরা। এটা নিয়ে মামলার প্রেক্ষিতে ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট তাদের রায়ে অযোধ্যার কোনো উল্লেখযোগ্য স্থানে বিকল্প মসজিদ তৈরির জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে পাঁচ একর জমি দিতে বলে। সুপ্রিম কোর্টের নির্দেশে পাঁচ একর জমি মসজিদ নির্মাণ ট্রাস্টকে দেওয়া হয়।

পরে সুন্নি ওয়াকফ বোর্ড কর্তৃক প্রতিষ্ঠিত ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট ১৯ ডিসেম্বর ধন্নিপুরে নতুন জায়গায় নতুন মসজিদ তৈরির নকশা প্রকাশ করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ