সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
মাওলানা গুলাম মুহাম্মাদ ওস্তানভী রহ. যেনো একটি প্রতিষ্ঠান শাপলা গণহত্যার দ্রুত বিচার নিশ্চিতের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ধর্ম উপদেষ্টার সঙ্গে হাইআতুল উলয়ার প্রতিনিধি দলের সাক্ষাৎ লাল কেল্লার মালিকানা চেয়ে মোগল সম্রাটের ‘বংশধরের’ দাবি খারিজ ‘জুলাই অভ্যুত্থানের সেনানীদের ভীত-সন্ত্রস্ত করার হীন অপচেষ্টা রুখে দিতে হবে’ শাপলায় শহীদদের স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশের দাবি ভারত-পাকিস্তান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক আজ ৫ই মে ঐতিহাসিক গণহত্যা দিবস: আমাদের চোখ খুলবে কবে? স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ ‘২৫ মার্চের কালরাতকেও হার মানিয়েছে শাপলা চত্বরের গণহত্যা’

বৃক্ষরোপণের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ভারতের নতুন বাবরি মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৃক্ষরোপণের মাধ্যমে অযোধ্যায় প্রস্তাবিত নতুন বাবারি মসজিদ নির্মাণ প্রকল্প শুরু করতে যাচ্ছে ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন (আইআইসিএফ)।

জানা যায়, ভারতের প্রজাতন্ত্র দিবস অর্থাৎ আগামী ২৬ জানুয়ারি শুরু হবে মসজিদ নির্মাণের কাজ। মসজিদ নির্মাণ কাজ শুরুর আগে মসজিদ চত্বরে বৃক্ষরোপণের পাশাপাশি প্রস্তাবিত মসজিদের নির্মাণ স্থলে উত্তোলন করা হবে জাতীয় পতাকা।

গতকাল রোববার (১৭ জানুয়ারি) বৈঠকের পর এমনটাই জানিয়েছে ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন (আইআইসিএফ)। জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা তৈরি করতেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়। রাম মন্দিরের নির্মাণস্থল থেকে ২৫ কিলোমিটার দূরে ধন্নিপুরে অযোধ্যার মসজিদটি তৈরি হবে। মসজিদ নির্মাণকাজের তত্ত্বাবধানে থাকা আইআইসিএফ ২৬ জানুয়ারি মসজিদ নির্মাণ কাজ শুরুর সিদ্ধান্ত নেন। ওই দিন সকাল ৯টায় বৃক্ষরোপণের মাধ্যমে নির্মাণ প্রকল্প শুরু হবে।

সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এলাকায় সবুজায়ন ঘটানোই আমাদের লক্ষ্য। এ জন্য আমাজন বৃষ্টি অরণ্য, দাবানলে ভস্ম হয়ে যাওয়া অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকা এবং বিশ্বের নানা দেশ থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা এনে লাগানো হবে। যাতে জলবায়ু পরিবর্তন নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো যায়।’

হাসপাতাল, জাদুঘর, গ্রন্থাগার, বাগান, কমিউনিটি কিচেন, ইন্দো-ইসলামিক কালচারাল রিসার্চ সেন্টার এবং প্রকাশনী সংস্থাসহ মসজিদ চত্বরের একটি নকশা ইতোমধ্যেই অনুমোদন দিয়েছে অযোধ্যা জেলা প্রশাসন।

উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ফেলে উগ্র হিন্দু করসেবকরা। এটা নিয়ে মামলার প্রেক্ষিতে ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট তাদের রায়ে অযোধ্যার কোনো উল্লেখযোগ্য স্থানে বিকল্প মসজিদ তৈরির জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে পাঁচ একর জমি দিতে বলে। সুপ্রিম কোর্টের নির্দেশে পাঁচ একর জমি মসজিদ নির্মাণ ট্রাস্টকে দেওয়া হয়।

পরে সুন্নি ওয়াকফ বোর্ড কর্তৃক প্রতিষ্ঠিত ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট ১৯ ডিসেম্বর ধন্নিপুরে নতুন জায়গায় নতুন মসজিদ তৈরির নকশা প্রকাশ করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ