সাজ্জাদ হুসাইন।।
তুরস্কের দিয়ানাত সংস্থা পবিত্র কুরআন মুখস্থ করায় একদল শিশু হাফেজকে স্নাতকোত্তর অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করে।
গত সোমবার সিরিয়ার উত্তরাঞ্চলের আজাজ শহরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিরিয়ার বিপ্লবের শহিদদের স্মৃতিচারণ শিরোনামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ১০৫ জন হাফেজ শিশু পুরস্কার লাভ করে।
স্নাতক অনুষ্ঠানে তুরস্কের দিয়ানাত সংস্থার প্রতিনিধি দলের পাশাপাশি উপস্থিত ছিলেন, স্থানীয় আলেম-ওলামা।
তুরস্ক বরাবরেরন্যায় নিজস্ব ত্রাণ সংস্থার মাধ্যমে সিরিয়ার উত্তরাঞ্চলগুলোতে শিক্ষা-সহায়তা, চিকিৎসা সেবার পাশাপাশি নানাবিধ মানবিক সহায়তা দিয়ে আসছে। (সূত্র: আনাদুলুনিউজ এজেন্সি)
-এটি