সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬


আগামী শনিবার ঘোষণা করা হবে হেফাজত ঢাকা মহানগর পূর্ণাঙ্গ কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘােষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি শনিবার। রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসা মিলনায়তনে এ কমিটি ঘোষণা করা হবে।

এতে সভাপতিত্ব করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদী।

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মাওলানা রাশেদ বিন নূর বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ কমিটি ঘােষণা ও আলোচনা সভায় উপস্থিত থাকবেন ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মামুনুল হক। এছাড়া হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী ও  হেফাজতের বিভিন্ন স্তরের দায়িত্বশীলগণ উপস্থিত থাকবেন।

এর আগে হেফাজতের কেন্দ্রীয় অফিস চট্টগ্রামের হাটহাজারী মাদরাসা থেকে হেফাজতের ঢাকা মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে যথাক্রমে মাওলানা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মুহাম্মদ মামুনুল হক এর নাম ঘোষণা করা হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ