সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬


আল্লামা বাবুনগরী অসুস্থ: উপস্থিত হতে পারেননি ইউনুছিয়ার মাহফিলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত তিনদিন ধরে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী অসুস্থ। এজন্য আজ ২৯ জানুয়ারি (শুক্রবার) ব্রাক্ষ্মণবাড়িয়ার জামিয়া ইউনুছিয়ার মাহফিলে উপস্থিত হতে পারেননি। বিষয়টি তার ব্যক্তিগত সহকারী মাওলানা এনামুল হাসান ফারুকী ফেসবুক স্টাটাসে নিশ্চিত করেছেন।

তিনি তার স্টাটাসে লেখেন, ‘আমিরে হেফাজত, কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী আজ বি-বাড়িয়ায় জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার ১০৮ তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি হিসেবে মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে আল্লামা সাজীদুর রহমান এর দাওয়াতে উপস্তিত হওয়ার কথা ছিলো।

মাদরাসা কর্তৃপক্ষ বিমান টিকেট, গাড়ি ইত্যাদির ব্যবস্থা করেছিলেন। হুজুর জামিয়ার প্রোগ্রামে অংশগ্রহণ করারও খুব ইচ্ছে ছিলো। কিন্তু শায়েখের শারীরিক অসুস্থতা অপরবর্তিত থাকায়, ইন্তেজামিয়া কর্তৃপক্ষের পিড়াপিড়ি সত্ত্বেও উপস্থিত হওয়া সম্ভব হচ্ছেনা।’

এ সময় আল্লামা বাবুনগরীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ