রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাজী আব্দুল্লাহ ।।

এক ফিলিস্তিনি কর্মকর্তা জানায়, শুক্রবার মধ্য পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি যুবক শহিদ হয়েছে।

রামাল্লার পশ্চিমে রাস কারকারের গ্রাম পরিষদের প্রধান রাধী আবু ফখিদা আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন, ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনের বেসামরিক যোগাযোগ মন্ত্রণালয়ের কাছে খালেদ নোফাল নামে এক যুবকের লাশ তার পরিবারকে হস্তান্তরের জন্য সংবাদ পাঠায়।

তিনি আরও বলেন, শহীদের লাশ ইসরায়েলী দখলদার বাহিনীর হেফাজতে রয়েছে। সকাল থেকেই ইসরায়েলি সেনাবাহিনী রস কারকারে প্রবেশ নিষিদ্ধ করেছে, ভিতরে প্রবেশকারীদের বাধা দিচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা আনাদোলু এজেন্সিকে জানিয়েছে যে, শহীদ খালেদ নোফালকে রায়সান পর্বতমালায় অবস্থিত একটি ইসরায়েলি জনবসতির কাছে হত্যা করা হয়। সূত্র: আনাদোলু এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ