রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


আল জাজিরার সাংবাদিককে মুক্তি দিলো মিসর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক মাহমুদ হুসেইনকে মিসরের কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। চার বছরের বেশি সময় কারারুদ্ধ থাকার পর বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে মুক্তি দেয়া হয় বলে মিসর ও কাতারের বিভিন্ন সংবাদমাধ্যম ও মানবাধিকার সংস্থার সূত্রে জানা গেছে।

এছাড়া মিসরীয় বিরোধীদলীয় সংবাদ ওয়েবসাইট, দারব পার্টিও হুসেইনের মুক্তির খবর নিশ্চিত করেছে। তবে হুসেইনের পরিবার, আলজাজিরা বা মিসরীয় কর্তৃপক্ষের এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

আনাদোলু এজেন্সি জানায়, পরিবারের সাথে সাক্ষাত করতে ২০১৬ সালে কাতার থেকে মিসরে আসার পর মাহমুদ হুসেইনকে গ্রেফতার করা হয়েছিল।

মিসরের প্রশাসন হুসেইনের বিরুদ্ধে ‘নিষিদ্ধ সংগঠনের সদস্য হওয়া’ ও ‘মিথ্যা সংবাদ প্রচার করে দেশকে অস্থিতিশীল করার’ অভিযোগ আনে।

প্রসঙ্গত, মিসরে ২০১৩ সালে প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে আনুষ্ঠানিকভাবে আল জাজিরা বন্ধ করে দেয়া হয়। কাতারের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে মিত্রদেশগুলোর সাড়ে তিন বছরের অবরোধ প্রত্যাহারের প্রায় এক মাস পরেই দীর্ঘদিন কারারুদ্ধ আল জাজিরার এই সাংবাদিককে মুক্তি দেয়া হলো।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ