শনিবার, ০৩ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

ঢাকা ও নারায়ণগঞ্জে মসজিদ ভাঙ্গার পরিণতি শুভ হবে না: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল্লাহর ঘর মসজিদ ভাঙার পরিণতি শুভ হবে না। অতীতেও যারা এই গর্হিত ও নিন্দিত কাজ করেছে, তাদের পরিণতি ভালো হয়নি। বর্তমানেও যারা আল্লাহর ঘর ভাঙ্গার মিশনে নেমেছে তাদের‌ও পরিণতি শুভ হবে না। ঢাকা ও নারায়ণগঞ্জে শিশুপার্কের নামে যেসব মসজিদ ভাঙ্গা হয়েছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেছেন জমিয়ত নেতৃবৃন্দ।

বিবৃতি দাতারা হলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি, হাইয়াতুল উল‌ইয়ার কো- চেয়ারম্যান, সাবেকমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, জমিয়তের নির্বাহী সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, মহাসচিব মাওলানা শেখ মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব ড.মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করিম ও মুফতি রেদওয়ানুল বারী সিরাজী।

নেতৃবৃন্দ আরও বলেন, এদেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক মুসলমান। মুসলমানদের অধিকারকে প্রাধান্য দিতে হবে। আমরা দেখছি বর্তমানে দেশের বেশিরভাগ পার্ক মাদকসেবীদের আখড়া ও আড্ডাখানায় পরিণত হয়েছে। যারা পার্ক করার নামে সরকারি জায়গা থেকে আল্লাহর ঘর ভেঙ্গে দিয়েছে, তারা এদেশের ইসলামপ্রিয় জনতার হৃদয়ে চরমভাবে আঘাত দিয়েছে। যারা মসজিদ ভাঙ্গার সাথে জড়িত তারা ত‌ওবা না করলে আল্লাহর গজব অবশ্যম্ভাবী।

নেতৃবৃন্দ মসজিদ ভাঙার সিদ্ধান্ত থেকে সরকারকে বিরত থাকার ও ভেঙ্গে ফেলা মসজিদগুলোকে পুনঃনির্মাণ করার জোর দাবি জানান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ