মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


ইসরায়েলি কারাগারে সর্ব প্রথম আটক হওয়া ফিলিস্তিনি বন্দির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলি কারাগারে যাওয়া প্রথম ফিলিস্তিনি বন্দি মাহমুদ বাকির হিজাজি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। সোমবার তিনি মারা যান বেলে জানা গেছে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স অ্যাফেয়ার্স ও ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি। বার্তা সংস্থা আনাদুলু এমন খবর দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, হিজাজি ছিলেন আত্মত্যাগের প্রতীক। পরবর্তী প্রজন্মের জন্য জাতীয় ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ লড়াই রেখে গেছেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়ে বাণী দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

মঙ্গলবার সামরিক মর্যাদায় হিজাজিকে দাফন করার কথা রয়েছে। ১৯৩৬ সালে জেরুসালেমে জন্মগ্রহণ করেছেন তিনি। ১৯৬৫ সালের জানুয়ারিতে বাইত জিবরিন শহরে এক অভিযানে ইসরায়েলি বাহিনীর হাতে তিনি আটক হন। পরবর্তীতে তাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের বাধার মুখে তা কার্যকর করা হয়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ