সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


ভারতে আবারও লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে দ্রুত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। টানা দ্বিতীয় দিনের মতো দিল্লিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ৮০০ ছাড়িয়ে গেছে। এ বছরের শুরু থেকে রোববার ভারতে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের সংখ্যা ৪৩ হাজার ৮৪৬। এদিন মারা গেছেন কমপক্ষে ১৯৭ জন। ফলে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ১৫ লাখ ৯৯ হাজার ১৩০। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৯ হাজার ৭৫৫। এ তথ্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের।

এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস। এতে আরো বলা হয়, এ যাবত করোনা থেকে সুস্থ হয়েছেন কমপক্ষে এক কোটি ১১ লাখ মানুষ।

রিপোর্টে আরো বলা হয়েছে, এর আগের দিন অর্থাৎ শনিবার কমপক্ষে ১০০ দিনের মধ্যে একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের সংখ্যা ৪০ হাজার ৯৫৩। শুক্রবার এবং বৃহস্পতিবার এই সংখ্যা ছিল যথাক্রমে ৩৯ হাজার ৭২৬ এবং ৩৫ হাজার ৮৭১। মাত্র এই তিনদিনে ভারতে কমপক্ষে এক লাখ মানুষ করোনায় আক্রান্ত হলেন। ফলে সেখানে সার্বিক করোনা পরিস্থিতি দিনকে দিন খারাপ থেকে আরো খারাপ হচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউ সেখানে হানা দিয়েছে বলে ধরা হচ্ছে। এ অবস্থায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষ বর্ধন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন এই রোগকে অবহেলা না করতে। তিনি জনগণকে সামাজিক দূরত্ব বজায় রেখে, মুখে যথাযথভাবে মাস্ক পরে এবং সাবান দিয়ে যতটা সম্ভব হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর