আওয়ার ইসলাম: পাকিস্তান মুসলিম লীগ (এন) এর কেন্দ্রীয় সহ-সভাপতি মরিয়ম নওয়াজ শারীরিকভাবে অসুস্থ। তার সব রাজনৈতিক কার্যক্রম চারদিনের জন্য বাতিল করা হয়েছে।
পাকিস্তান মুসলিম লীগের মুখপাত্র মরিয়ম আরঙ্গজেব বলেন, মরিয়ম নওয়াজের অনেক জ্বর ও গলা ব্যথা রয়েছে। তার করোনা পরীক্ষা করা হয়েছে। তবে এখনো রির্পোট আসেনি। তাই সতর্কতা হিসেবে চারদিন সকল রাজনৈতিক কার্যক্রম বন্ধ রেখেছেন তিনি।
তিনি বলেন, মরিয়ম নওয়াজকে পরিপূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
এদিকে দেশটিতে গত ২৪ ঘন্টায় ৪৫৬৫৬ জনের করোনা টেস্ট করানো হয়েছে। তার মধ্যে চার হাজার সাতশ’ ৬৭ জনের শরীরে করোনা শনাক্ত এবং মারা গেছে ৫৭ জন।