রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ বৈশাখ ১৪৩২ ।। ২৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়তের নবনির্বাচিত সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুকের বর্ণাঢ্য জীবন হজের ফ্লাইট শুরু মঙ্গলবার কাশ্মীরে ভারতীয় বাহিনীর তল্লাশি অভিযান আরও জোরদার; পাহালগামে অভিযানের পঞ্চম দিন জামিয়া শরইয়্যাহ মালিবাগের শায়খুল হাদীস মাওলানা জাফর আহমদ সাহেব রোড এক্সিডেন্ট করেছেন। আল্লামা আমিনুল হক রহ.: জীবনরেখা ও কর্মধারা ফ্যাসিবাদের বিচারকদেরও বিচার হতে হবে: রিজভী ৩ মের মহাসমাবেশ সফল করুন : হেফাজতে ইসলাম ফিলিস্তিন ও কাশ্মীর ইস্যুতে উম্মাহর  ঐক্য জরুরি: নেজাম ইসলাম পার্টি নবনির্বাচিত আমির ও মহাসচিবকে অভিনন্দন জানালো ছাত্র আন্দোলন বিশ্ব মেধা সম্পদ দিবস: মেধার হোক সঠিক ব্যবহার

আগামীকাল থেকে করোনার টিকার দ্বিতীয় ডোজ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৃহস্পতিবার থেকে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হচ্ছে।

আগামীকাল বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে শুরু হচ্ছে করোনার দ্বিতীয় ধাপের টিকাদান কর্মসূচি। কিন্তু মোবাইলে ক্ষুদে বার্তা না আসলে এই ডোজ না দিতে সিভিল সার্জনদের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একাধিক জেলার সিভিল সার্জনরা এ তথ্য নিশ্চিত করেছে। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা ছিলো প্রথম টিকা নেয়ার আট সপ্তাহ পেরোলেই দ্বিতীয় ডোজ নেয়া যাবে।

সিভিল সার্জনরা জানিয়েছেন, বিভিন্ন জেলায় এখনো দ্বিতীয় ডোজের জন্য পর্যাপ্ত চালান না পৌঁছানোয় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত ২৭শে জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের এক সেবিকাকে টিকা দেয়ার মাধ্যমে শুরু হয় করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রম। এরপর, ৭ই ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণহারে টিকাদান কর্মসূচি শুরু হয়। তার দুই মাস পর বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে দ্বিতীয় ডোজ। অনেকেই এরইমধ্যে মুঠোফোনে ক্ষুদে বার্তাও পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিলো, যারা ২৭ ও ২৮শে জানুয়ারি এবং ৭ ও ৮ই ফেব্রুয়ারি প্রথম দফা টিকা নিয়েছেন, তারা মেসেজ না পেলেও বৃহস্পতিবার টিকা নিতে পারবেন। কিন্তু এখন সে নির্দেশনা কার্যকর হচ্ছে না।

নির্ধারিত সময়ের মধ্যে কেন পর্যাপ্ত টিকা নিশ্চিত করা গেলো না, সে ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেও কোন বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, বাংলাদেশে এখন পর্যন্ত প্রথম ধাপে করোনার টিকা নিয়েছেন ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন। এছাড়া বুধবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত করোনার টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন ৬৯ হাজার ৭৫ হাজার ৯৩৯ জন।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ