রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৯ শাওয়াল ১৪৪৬


ফের লাদাখ সীমান্তে সেনা-অস্ত্রশস্ত্র মজুত করছে চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পূর্ব লাদাখের প্যাঙ্গং রেঞ্জ থেকেই সেনাবাহিনীকে কিছুটা পিছিয়ে নিয়েছে চীন। যদিও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ছেড়ে চীন নিশ্চুপে চলে গেছে ব্যাপারটা তেমনটা নয়। দেখা যাচ্ছে, ফের লাদাখে সেনা-অস্ত্রশস্ত্র মজুতে ব্যস্ত চীন।

ভারতীয় প্রতিরক্ষা সূত্র জানাচ্ছে, উত্তর ও দক্ষিণ প্যাঙ্গং লেক ও তার সংলগ্ন পাহাড়ি খাঁজ থেকে চীনের সেনা সরেছে ঠিকই, তবে অন্য দিকে গোগরা, হট স্প্রিং, দেপসাং ভ্যালিতে নতুন করে সেনা মোতায়েন শুরু করেছে পিপলস লিবারেশন আর্মি। অস্ত্রশস্ত্রও মজুত করছে।

এ দিকে আগামী শুক্রবার (৯ এপ্রিল) চুসুল সীমান্তে চীন-ভারত সেনা কমান্ডার পর্যায়ের বৈঠক আছে। এই নিয়ে ১১ বার মুখোমুখি আলোচনায় বসতে চলেছে দুই দেশ। সীমান্তে শান্তি বজায় রাখতে এই বৈঠক।

উল্লেখ্য, ২০১৩ সালে লাদাখ এলাকার ১৮ কিলোমিটারের মধ্যে ঢুকে পড়েছিল চীনের সেনা, ২০১৭ সালে ডোকলামে দুই দেশের বাহিনী মুখোমুখি দাঁড়িয়ে থাকার সময়েও এই দেপসাং ভ্যালিই চিন্তা বাড়িয়েছিল।

সূত্র: দ্য ওয়াল

এনটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ