রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

নিরাপত্তা পরিষদে নতুন ৫ সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নতুন ৫ সদস্যকে নিয়োগ দেয়া হয়েছে। তারা হলো- আলবেনিয়া, ব্রাজিল, গ্যাবন, ঘানা ও সংযুক্ত আরব আমিরাত। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে এই দেশগুলো নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন শুরু করবে।

জাতিসংঘের ক্ষমতার কেন্দ্রবিন্দু নিরাপত্তা পরিষদের আসন সংখ্যা ১৫টি। এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য হলো- যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স। এই দেশগুলো যে কোনো সিদ্ধান্তে ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে। অস্থায়ী সদস্য হিসেবে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে বাকি ১০টি দেশকে নিয়োগ দেয়া হয়।

নতুন নিয়োগ দেয়া ৫টি দেশ এস্তোনিয়া, নাইজার, সেন্ট ভিনসেন্ট, তিউনিসিয়া ও ভিয়েতনামের স্থলাভিষিক্ত হবে। এই দেশগুলোর মেয়াদ শেষ হবে চলতি বছরের শেষ দিন। তার পরদিন থেকে নতুন নিয়োগ পাওয়া ৫টি দেশ কাজ করবে ভারত, আয়ারল্যান্ড, কেনিয়া, নরওয়ে ও মেক্সিকোর সঙ্গে।

নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নিয়োগের প্রক্রিয়ায় ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এবারও তাই হয়েছে। ১৯৩ সদস্যের সাধারণ অধিবেশনে ভোটাভুটিতে ঘানা ১৮৫, গ্যাবন ১৮৩, আরব আমিরাত ১৭৯, আলবেনিয়া ১৭৫ ও ব্রাজিল ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ