আওয়ার ইসলাম ডেস্ক: মডার্না ও সিনোফার্মের টিকা দিয়ে আবারও শুরু হতে যাচ্ছে দেশজুড়ে করোনাভাইরাসের গণটিকাদান কর্মসূচির বন্ধ থাকা নিবন্ধন। আগামী বৃহস্পতিবার থেকে এ নিবন্ধন শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এবারের টিকাদান কর্মসূচিতে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটি।
সোমবার কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বলেন, রোববার আমাদের মিটিং হয়েছে। এ মিটিংয়ের সিদ্ধান্তগুলো তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়কে জানাচ্ছি। খুব শিগগিরই টিকার জন্য নিবন্ধন প্রক্রিয়া চালু হবে।
তিনি আরও বলেন, কমিটি সিদ্ধান্ত নিয়েছে কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে আসা মডার্নার টিকা দেওয়া হবে দেশের ১২ সিটি করপোরেশন এলাকায়। আর চীন থেকে আসা সিনোফার্মের টিকা জেলা ও উপজেলা পর্যায়ে দেওয়া হবে। এক্ষেত্রে জেলা ও উপজেলা পর্যায়ে আগের টিকাদান কেন্দ্রেই এবারও টিকা দেওয়া হবে।
গত ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে করোনার গণটিকাদান কর্মসূচি শুরু হয়। ভারত থেকে টিকা না পাওয়ায় মাঝে কিছু দিন টিকাদান কার্যক্রম বন্ধ ছিল। কিন্তু কয়েকদিন আগে মডার্না ও সিনোফার্মের ৪৫ লাখ টিকা আসায় আবারও টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার।
সূত্র জানায়, মডার্নার টিকা মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রায় রাখতে হয়। তাই এ টিকা দেওয়া হবে সিটি করপোরেশন এলাকায়। আর সিনোফার্মের টিকা রাখা যায় দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাই জেলা ও উপজেলা পর্যায়ে এ টিকা দেওয়া হবে।
ডা. শামসুল হক বলেন, ৩৫ বছরের বেশি বয়সী সবাই নিবন্ধন করে টিকা নিতে পারবেন। এবারের তালিকায় কৃষক, শ্রমিক এবং শিক্ষার্থী- এ তিন ক্যাটাগরির মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। তাই তাদেরও এবার টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসা হচ্ছে। এক্ষেত্রে কৃষক, শ্রমিকদের তালিকার জন্য কৃষি মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে। তারা যে তালিকা দেবেন, সে তালিকা অনুযায়ী টিকা দেওয়া হবে।
তিনি আরও বলেন, স্বাস্থ্য অধিদফতর মডার্নার টিকা দেওয়া প্রশিক্ষণ কার্যক্রম শেষ করবে এবং মডার্না ও সিনোফার্মের টিকা সারাদেশে পৌঁছে দেবে। সিনোফার্মের টিকা দেওয়ার ক্ষেত্রেও উপজেলা ও জেলা পর্যায়ে প্রশিক্ষণ দেওয়ার কাজটি এর মধ্যে শুরু করা হবে।
-কেএল