সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

হযরত আলকামা বিন কায়স রা. এর পরকাল ভাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।। তিনি একজন তাবিয়ী ছিলেন৷ হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসিদ্ধ ও যোগ্য ছাত্র ছিলেন৷ ইলম ও মর্যাদার এতো শীর্ষে ছিলেন যে, অনেক সাহাবীও তাঁর কাছ থেকে ফতোয়া ও ইলমী বিষয়ে জানতে চাইতেন৷

তিনি নিজের সুনাম-সুখ্যাতি প্রচার-প্রসার হোক অনেক অপছন্দ করতেন৷ লোকেরা একটি প্রসিদ্ধ ও উপযুক্ত স্থানে ইলমের দরস দিতে আবেদন করেন যাতেকরে তাঁর প্রসিদ্ধি ছড়িয়ে পড়ুক পৃথিবীর দিগ-দিগন্তে৷ উত্তরে তিনি বলেন, আমি এমন প্রসিদ্ধি অপছন্দ করি৷ ছাত্ররা, লোকজন আমার পিছনে পিছনে ঘুরঘুর করে ঘুরাফেরা করুক আর লোকেরা বলা শুরু করুক-এইযে আলকামা যাচ্ছে- এটি আমি চাই না৷

কেউ বললো, হযরত! যদি বাদশাহ, আমলাদের কাছে যেতেন, তাহলে আপনার দুনিয়াবী অনেক উপকার হতো৷ উত্তরে বলেন, আমি তাদের থেকে যে পরিমানে দুনিয়া গ্রহণ করবো, তারাও সেই পরিমানে আমার দীন নিয়ে নিবে৷ অর্থাৎ আমার দীনের ক্ষতি করবে৷

তিনি নিজের কাজ নিজে করতেন৷ ঘরে থাকতে পছন্দ করতেন৷ নিজের হাতে বকরিদেরকে ঘাস দিতেন৷ পানি খাওয়াতেন৷ এদের দেখাশোনা করতেন৷

তিনি গরিবদের ছেলেমেয়েদের সাথে বিবাহ বন্ধন করতে পছন্দ করতেন৷ উদ্দেশ্য ছিলো বিনয়৷ মৃত্যুর পর তিনি একটি চাদর, পুরোনো একটি কম্বল এবং একটি কুরআনুল কারীম ছেড়ে গেছেন৷ অন্যকোন সম্পদ রেখে যাননি৷

তিনি ৬২ হিজরীতে পরপারে পাড়ি জমান৷ আল্লাহ তাআলা পরকালে তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন৷ আমীন৷ সূত্র: আকওয়ালে সালফ

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ