আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতার পালাবদলের জেরে আফগানিস্তানে অদূর ভবিষ্যতে গৃহযুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
গতকাল শনিবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এ শঙ্কা প্রকাশ করেন দেশটির জ্যেষ্ঠ যুগ্ন সেনাপ্রধান জেনারেল মার্ক মিলি। এ ক্ষেত্রে পাঞ্জশিরে তালেবানের সঙ্গে বিরোধীদের সংঘাতের কথা উল্লেখ করেন তিনি।
জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটি থেকে মার্ক মিলি বলেন, আফগানিস্তানের সব শক্তিকে সঙ্গে নিয়ে তালেবান কখনো সরকার গঠন করতে পারবে কি না- তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। দেশটিতে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা গৃহযুদ্ধে রূপ নিতে পারে- আমার সামরিক অভিজ্ঞতা অন্তত তাই বলছে।
সত্যিই গৃহযুদ্ধ শুরু হলে বছর তিনেকের মধ্যে আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত হবে আফগানিস্তান। সেখানে আল কায়দা আবারো সংগঠিত হতে শুরু করবে, চুপ করে বসে থাকবে না আইএসও।
পাঞ্জশিরের নিয়ন্ত্রণ নিয়ে প্রায় এক সপ্তাহ ধরে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) সঙ্গে তালেবানের তীব্র সংঘাত চলছে। এতে কোন পক্ষ সুবিধাজনক অবস্থানে আছে, তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে রয়টার্স। কেননা, দু’পক্ষই অপর পক্ষের চেয়ে সুবিধাজনক অবস্থানে থাকার দাবি করছে। আবার তালেবানের পক্ষ থেকে প্রদেশটির নিয়ন্ত্রণ নেয়ারও দাবি করা হয়েছে।
আজ রোববার এক টুইটবার্তায় তালেবান মুখপাত্র বিলাল কারিমি জানান, তাদের মুজাহিদিনরা পাঞ্জশিরের রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে। একইদিন এনআরএফ মুখপাত্র ফাহিম দাশতি জানান, প্রদেশের খাওয়াক পাস উপত্যকায় কয়েক হাজার তালেবান যোদ্ধাকে আটকে রাখা হয়েছে।
-এটি