মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :

ওমিক্রন আক্রান্ত দুই নারী ক্রিকেটার হোটেল থেকে হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত আফ্রিকা ফেরত দুই নারী ক্রিকেটারকে হোটেল থেকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার তাদের দুজনকে হোটেল থেকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হল।

মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. নিয়াতুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই দুই নারী ক্রিকেটার হাসপাতালে ভর্তি হয়েছেন।

জিম্বাবুয়ে সফর শেষে এই মাসের শুরুতে ফেরা এই দুই নারী ক্রিকেটারের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়লে তাদের হোটেলে আইসোলেশনে রাখা হয়েছিল।

গত ১১ ডিসেম্বর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দুই নারী ক্রিকেটারের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে জানান, তারা হোটেলেই ছিলেন এবং তাদের শারীরিক কোনো জটিলতা নেই বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ